চীনে পাইপলাইন ছিদ্র হয়ে তেল পীতসাগরে পড়ছে
চীনের উত্তরাঞ্চলে তেলের পাইপলাইন ছিদ্র হয়ে সেখানকার নদী দূষণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। তেলমিশ্রিত দূষিত পানি দেশটির অন্যতম প্রধান পানির উত্স পীতসাগরে গিয়েও মিশেছে। সে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ কথা বলা হয়েছে। খবর বিবিসির।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুর শিল্পাঞ্চল লানঝু এবং হেনান প্রদেশের ঝেংঝুর সংযোগস্থলের পাইপলাইনে গত বুধবার এক দুর্ঘটনা ঘটে। এতে পাইপলাইনে বড় ধরনের ছিদ্রের সৃষ্টি হয়। ওই দুর্ঘটনার পর শানঝি প্রদেশের ওয়েই নদীতে প্রায় দেড় লাখ লিটার ডিজেল পড়ে। এই পাইপলাইনের দেখাশোনার দায়িত্ব ছিল চীনা সরকারি প্রতিষ্ঠান সিএনপিসির।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, নদী দূষণ বন্ধে প্রায় ৭০০ জরুরি কর্মী দিনরাত কাজ করে চলেছেন।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুর শিল্পাঞ্চল লানঝু এবং হেনান প্রদেশের ঝেংঝুর সংযোগস্থলের পাইপলাইনে গত বুধবার এক দুর্ঘটনা ঘটে। এতে পাইপলাইনে বড় ধরনের ছিদ্রের সৃষ্টি হয়। ওই দুর্ঘটনার পর শানঝি প্রদেশের ওয়েই নদীতে প্রায় দেড় লাখ লিটার ডিজেল পড়ে। এই পাইপলাইনের দেখাশোনার দায়িত্ব ছিল চীনা সরকারি প্রতিষ্ঠান সিএনপিসির।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, নদী দূষণ বন্ধে প্রায় ৭০০ জরুরি কর্মী দিনরাত কাজ করে চলেছেন।
No comments