নিউ ইয়র্ক সিটির আকাশে রঙের মেলা
আকাশের নিচে শূন্যে সাদা, লাল ও নীল রঙের মেলা বসেছে।
যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের বেশকিছু বিমান থেকে ছড়ানো হলো এসব রঙ।
উত্তর আমেরিকায় নয়নাভিরাম এই দৃশ্য উপভোগ করেছেন অসংখ্য মানুষ।
নিউ ইয়র্ক সিটিতে রঙ ছড়াচ্ছে রেড অ্যারোস |
যুক্তরাজ্যের প্রচারণায় রয়েল এয়ার ফোর্সের ডিসপ্লে টিম ‘রেড অ্যারোস’
উত্তর আমেরিকায় ভ্রমণ করছে। লিনকনের কাছে আরএএফ স্ক্যাম্পটন বিমানঘাঁটি
থেকে এসেছেন তারা।
আমেরিকার বোস্টন থেকে সিয়াটল ও সান ডিয়েগো থেকে হাউস্টনসহ ২৫টি শহরে ১১ সপ্তাহ ধরে উড়ে বেড়াবে রেড অ্যারোস।
আকাশে
নানান প্রদর্শনীর পাশাপাশি রয়েল এয়ার ফোর্স বিখ্যাত কিছু ল্যান্ডমার্ক
অতিক্রম করবে। গত ২২ আগস্ট বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির স্ট্যাচু অব
লিবার্টির ওপর দিয়ে উড়ে রঙ ছড়িয়েছে দলটি।
>>>সূত্র: বিবিসি, ছবি: রয়টার্স
No comments