দু’বোনকে বাঁচাতে সাহায্যের আবেদন
তারা
দু’বোন রিধি বাল্মিকী ও রাই বাল্মিকী। প্রথম জনের বয়স ৫ বছর আর ছোট বোনের
বয়স মাত্র আড়াই বছর। দু’বোনই মারাত্মক চোখের ক্যানসার রেটিনোব্লাস্টমা রোগে
ভুগছে। দীর্ঘদিন ধরে তারা এই রোগে আক্রান্ত বলে পরিবারের সদস্যরা
জানিয়েছেন। জন্মের ৪৫ দিনে মাথায় বড় বোনের এবং একইভাবে জন্মের ৬ মাসের
মাথায় রাই এই রোগে আক্রান্ত হয়। তাদের পিতা স্বপন কুমার বাল্মিকী। প্রতিদিন
তাদের চিকিৎসার পিছনে প্রচুর টাকা ব্যয় হচ্ছে তার। তাদের দরিদ্র পরিবারের
পক্ষে এই টাকা জোগাড় করা কোনোক্রমে সম্ভব হচ্ছে না। কোমলমতি কন্যা শিশু
দু’টির চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন তাদের দরিদ্র পিতা। স্যার
সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের অতিরিক্ত ৬ নম্বর শয্যার
চিকিৎসক অলিয়া শারমিনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে তারা। চিকিৎসকরা
জানিয়েছেন, তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন। এই মুহূর্তে দরিদ্র পরিবারের
পক্ষে তাদের চিকিৎসার ব্যয় বহন করা অনেকটা কষ্টসাধ্য পড়েছে। তাদের গ্রামের
বাড়ি সুনামগঞ্জ জেলার সদর উপজেলার জাম মল্লিকপুরে। তাদের বাবা কন্যাদ্বয়ের
চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। মেয়েদের
চিকিৎসায় দানশীল বা বিত্তবানরা একটু এগিয়ে এলে তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন।
নিম্নের ঠিকানায় সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করেছেন তিনি। হিসাব
নম্বর:০২১০১০১১৩৭১২৭, পূবালী ব্যাংক লি., সুনামগঞ্জ শাখা। বিকাশ
নং-০১৭৪৫৯৫৯৬৯০। বিজ্ঞপ্তি
No comments