সরকার ইতিহাসকে বিকৃত করছে- আ স ম আবদুর রব
সরকার
৭ই মার্চ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে। যারা
মুক্তিযুদ্ধ দেখে নাই, যুদ্ধ করে নাই তারা অসত্য ইতিহাস বানিয়ে জনগণের
সঙ্গে মিথ্যাচার করছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে মুক্ত রাজনৈতিক আন্দোলন
সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আ স ম আবদুর রব এসব কথা
বলেন। সরকারকে উদ্দেশ্য করে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আবদুর রব বলেন,
ফরমায়েশি ইতিহাসের মাধ্যমে স্বাধীনতার ইতিহাস তৈরি করে বঙ্গবন্ধুর আত্মাকে
কষ্ট দেবেন না। জাতির পিতা কবর থেকে বলছে- এসব মিথ্যা কথা থামাও। তা না
হলে আমি আত্মহত্যা করবো। ৭ই মার্চের ঘটনা কোনো ব্যক্তিক উদ্যোগ ছিল না।
ভাষণটি সুপরিকল্পিত ও দীর্ঘদিনের রাজনীতির বহিঃপ্রকাশ ছিল বলে মন্তব্য করেন
তিনি। আবদুর রব বলেন, সোহরাওয়ার্দীতে হঠাৎ করে ১০ লাখ মানুষের সমাগমে এবার
সংগ্রাম ঘোষণা আসেনি। আসাদ, ফারুক হত্যা, মওলানা ভাসানীর জনসম্পৃক্ততা ও
সিরাজুল আলম খান না থাকলে জনগণকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার পক্ষে উন্মাদ করা
যেত না। জন উন্মাদের কারণেই পাকিস্তানী কারফিউ বন্ধ করে বঙ্গবন্ধুকে
কারাগার থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সরকারের উন্নয়নকে দুঃশাসন
আখ্যা দিয়ে আ স ম আবদুর রব বলেন, সরকার রাজনীতির নামে দুঃশাসন কায়েম করছে।
একদলের সমাবেশ অধিকার নিষিদ্ধ করে জনগণের টাকায় চালিত সরকারি
কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে মিছিল-সমাবেশ করানো হচ্ছে। স্কুল-কলেজ বন্ধ করে
ভাড়ায় সমাবেশে লোক আনছে। ব্যাংক লুটপাট ও বছরে শত শত বাচ্চা ধর্ষিত হচ্ছে।
উন্নয়নের নামে এসব মিথ্যাচার। এই দুঃশাসনকে ছুড়ে ফেলতে জনগণকে ঐক্যবদ্ধ
হওয়ার আহ্বান জানান তিনি।
সিরাজুল ইসলাম খানের ১৪ দফা দেশ উন্নতির কর্মসূচি শীর্ষক আলোচনা সভায় মুক্ত রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক শামসুদ্দীন সাচ্চুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মুক্ত রাজনৈতিক সংগঠনের সভাপতি স্বরূপ হাসান শাহীন। সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা পারভীনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠক রাসেল মাইনুল।
সিরাজুল ইসলাম খানের ১৪ দফা দেশ উন্নতির কর্মসূচি শীর্ষক আলোচনা সভায় মুক্ত রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক শামসুদ্দীন সাচ্চুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মুক্ত রাজনৈতিক সংগঠনের সভাপতি স্বরূপ হাসান শাহীন। সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা পারভীনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠক রাসেল মাইনুল।
No comments