সরকারের সাড়া নেই
আট দিন লাগাতার অবস্থান ও পাঁচ দিন ধরে আমরণ অনশনে অসুস্থ শিক্ষকের সংখ্যা বাড়ছে। এক মাদ্রাসাশিক্ষক স্যালাইন নিয়েই অনশন করছেন। পাশে ক্লান্ত অন্য শিক্ষকেরা শুয়ে আছেন। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে। প্রথম আলো |
গতকাল শনিবার ছিল অনশন কর্মসূচির পঞ্চম দিন। এদিন বেলা আড়াইটা পর্যন্ত নতুন করে আরও ১৮ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সব মিলিয়ে গত পাঁচ দিনে ১৩৩ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। আর শিক্ষা জাতীয়করণের দাবিতে গতকাল চতুর্থ দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষকেরা। বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল বেলা সোয়া দুইটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, মাদ্রাসাশিক্ষকদের বেশির ভাগই শীতের কাপড় গায়ে দিয়ে রাস্তা ও ফুটপাতে শুয়ে আছেন। ওপরে শামিয়ানাও নেই। ফলে শীতের কষ্টটা বেশি হচ্ছে। এর মধ্যে অসুস্থ অনেকে স্যালাইন নিয়েই শুয়ে আছেন। সহকর্মীরাই তাঁদের সেবা-শুশ্রূষা করছেন। চার দিন ধরে আমরণ অনশনে রয়েছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। বলছিলেন, তাঁদের মাদ্রাসাটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত। নিবন্ধিত হয়েছে ১৯৮৫ সালে। বর্তমানে চারজন শিক্ষক। কিন্তু সরকার থেকে কেউ কোনো বেতন-ভাতা পান না। জানতে চাইলে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী বলেন, এখনো সরকারের তরফ থেকে কোনো সাড়া নেই।
তাই মরলেও এখানেই থাকবেন। দাবি পূরণ ছাড়া এবার বাড়ি যাবেন না। শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের হিসাব অনুযায়ী, দেশে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সংখ্যা ৩ হাজার ৪৩৩টি। এগুলোতে শিক্ষক আছেন ১৫ হাজার ২৪৩ জন। মাদ্রাসাগুলোর মধ্যে ১ হাজার ৫১৯টির ৪ হাজার ৫২৯ জন শিক্ষককে অনুদান হিসেবে মাসে কিছু টাকা দেওয়া হয়। এর মধ্যে প্রধান শিক্ষকেরা পান মাসে আড়াই হাজার টাকা এবং সহকারী শিক্ষকেরা পান মাসে ২ হাজার ৩০০ টাকা। বাকিরা পান না। তবে আন্দোলনকারী শিক্ষকেরা বলছেন, মাদ্রাসা বোর্ড থেকে নিবন্ধিত ১৮ হাজার ১৯৪টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার মধ্যে চালু আছে ১০ হাজারের মতো। জানতে চাইলে মাদ্রাসা ও কারিগরি বিভাগের নতুন প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী গতকাল প্রথম আলোকে বলেন, মাদ্রাসাশিক্ষকদের দাবির বিষয়টি নিয়ে তিনি আজ (রোববার) আন্দোলনকারী শিক্ষকনেতাদের ডেকে কথা বলবেন। একই সঙ্গে এ বিষয়ে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা বলবেন। এরপর পরবর্তী পদক্ষেপ জানাবেন।
No comments