ভিডিও চ্যাটিং ডিভাইস আনছে ফেসবুক
বৈশ্বিক
হার্ডওয়্যার খাতে ব্যবসা সম্প্রসারণে বেশ কিছুদিন ধরেই কাজ করছে ফেসবুক।
সামাজিক যোগাযোগ মাধ্যমটি এরই মধ্যে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট উন্মোচন
করেছে। তবে এবার ‘পোর্টাল’ নামে একটি ভিডিও চ্যাট পণ্য উন্মোচন করতে যাচ্ছে
প্রতিষ্ঠানটি। অ্যামাজনের ইকো-শো এবং গুগল অ্যাসিস্ট্যান্ট সমর্থিত
টাচস্ক্রিনের সাধে প্রতিদ্বন্দ্বিতা করবে পণ্যটি।
পোর্টাল আগামী মে মাসে
উন্মোচন করা হতে পারে। এটি ফেসবুকের বিল্ডিং ৮ ল্যাবের প্রথম হার্ডওয়্যার
পণ্য হবে, যা প্রতিষ্ঠানটির বার্ষিক ডেভেলপার সম্মেলন এফ৮-এ আলোর মুখ
দেখবে। ফেসবুক পণ্যটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বিভিন্ন
ওয়েবসাইটের তথ্যমতে, ডিভাইসটি ৪৯৯ ডলার মূল্যে বিক্রি করা হবে। কনজিউমার
ইলেকট্রনিকস শোতে অ্যামাজন নতুন স্মার্ট স্পিকার ইকো-শো এবং গুগল ভার্চুয়াল
অ্যাসিস্ট্যান্ট সমর্থিত নতুন স্মার্ট স্পিকার উন্মোচন করেছে। বৈশ্বিক
বাজারে এ দুই ডিভাইসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে পোর্টাল। পোর্টাল দিয়ে
স্পটিফাই ও নেটফ্লিক্সের ভিডিও স্ট্রিমিং করা যাবে।
No comments