দিল্লি গেলেন এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ৫ দিনের সফরে আজ বুধবার দিল্লি গেছেন। সকাল ১০টায় এয়ার ইন্ডিয়া বিমানযোগে দিল্লির উদ্দেশ্যে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এরশাদের সফর সঙ্গী হিসেবে রয়েছেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় ও মেজর (অব.) মোঃ খালেদ আখতার। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য মোঃ আবুল কাশেম ও সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুসহ প্রমুখ নেতৃবৃন্দ।
No comments