এডিবির ৫২ কোটি ডলার সহায়তা
অবকাঠামো ও গ্রামাঞ্চলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নে ৫২ কোটি ৬০ লাখ ডলারের ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা স্থানীয় মুদ্রায় ৪ হাজার ২০৮ কোটি টাকা (প্রতি ডলার ৮০ টাকা ধরে)। এর মধ্যে ৫০ কোটি ডলার বা ৪ হাজার কোটি টাকা অবকাঠামো খাতে ব্যয় করা হবে। বাকি ২ কোটি ৬০ লাখ ডলার বা ২০৮ কোটি টাকা ব্যয় করা হবে সৌরবিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নয়নে। অবকাঠামো উন্নয়ন কোম্পানি ইডকলের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে প্রকল্প দুটি বাস্তবায়ন করা হবে। এডিবির বোর্ড অব ডাইরেক্টরস সম্প্রতি এ ঋণ সহায়তা অনুমোদন দিয়েছে। মঙ্গলবার সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এ ঋণ সহায়তার বিষয়ে এডিবি প্রধান আর্থিক সেক্টর বিশেষজ্ঞ পিটার মারো বলেন, অবকাঠামো উন্নয়ন বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এ প্রবৃদ্ধি ধারা অব্যাহত রাখার জন্য দেশটির অবকাঠামোতে বেসরকারি বিনিয়োগ আরও বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, আমরা পিআইডিএফ-৩ এর মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এডিবির অবদান অব্যাহত রাখার আশা করি।”
No comments