পর্নোসাইটে প্রবেশে বয়স যাচাই করা হবে
পর্নোগ্রাফিক সাইটে প্রবেশের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্য। সামনের বছর থেকে এসব সাইটে প্রবেশের সময় গ্রাহককে তার বয়স ১৮ পেরিয়েছে তা প্রমাণ করতে হবে। ২০১৮ সালের এপ্রিলের মধ্যে পর্নোগ্রাফিক সাইটগুলোতে আইন অনুযায়ী বয়স যাচাইয়ের ব্যবস্থা ইনস্টল করতে হবে। শিশুদের জন্য ইন্টারনেট সুরক্ষিত করতেই এ ব্যবস্থা নিতে যাচ্ছে দেশটি, বলা হয়েছে বিবিসি-র প্রতিবেদনে। নতুন আইনের ব্যাপারে শিগগিরই ঘোষণা দেয়ার কথা রয়েছে যুক্তরাজ্যের। আইন অনুযায়ী পর্নো সাইটগুলোকে গ্রাহকের ক্রেডিট কার্ডের তথ্য দেয়া লাগতে পারে, যেমনটা জুয়ার ওয়েবসাইটগুলোতে দেয়া হয়। যে প্রতিষ্ঠানগুলো ডিজিটাল ইকোনমি অ্যাক্টের নিয়ম ভঙ্গ করবে তাদের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ব্লক করা হবে। পরিকল্পনা অনুযায়ী যেসব প্রতিষ্ঠান পর্নোগ্রাফিক সাইটগুলোতে লেনদেন এবং অন্যান্য সেবা দিচ্ছে তাদেরকে যে কোনো ধরনের আইন লংঘনের বিষয়ে জানানো হবে। নতুন আইন তদারক ও বাস্তবায়ন করতে একটি নীতিনির্ধারক কমিটিকে দায়িত্ব দেয়া হবে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির ডিজিটাল মন্ত্রী ম্যাট হ্যানকক আনুষ্ঠানিকভাবে আইনি প্রক্রিয়া শুরু করবেন। টেকশহর।
No comments