চৌহালী শহর রক্ষা বাঁধে ফের ২০ মিটার ভাঙন
সিরাজগঞ্জের চৌহালীতে নির্মাণাধীন শহর রক্ষা বাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বাঁধটির আজিমুদ্দি মোড় ব্রিজ সংলগ্ন প্রায় ২০মিটার এলাকায় ভাঙন দেখা দেয়। এ কারণে যুমনা তীরবর্তী মানুষের মধ্যে মারাত্মক আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানায়, পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে অবহেলা, অনিয়ম ও কার্যকরী কোনো পদক্ষেপ না নেয়ায় চলতি বছরে এ বাঁধে ৮/১০ বার ধস নামে। এ কারণে অনেকে আতঙ্কিত হয়ে সবকিছু গুটিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২০১৫ সালে টাঙ্গাইল সদর উপজলার সরাতৈল থেকে দক্ষিণে নাগরপুর উপজেলার পুকুরিয়া, খগনের ঘাট, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজানের চেকির মোড়, আজমিদ্দি মোড়, খাসকাউলিয়া, জোতপাড়া পর্যন্ত সাত কিলোমিটার এলাকা রক্ষায় ১০৯ কোটি টাকা ব্যয়ে চৌহালী শহর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। বর্তমানে যার ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান জানান, নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বাঁধটিতে দফায় দফায় ধস দেখা দেয়ায় নদী তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে, বাঁধটি নির্মাণকাজের তদারকির দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, যমুনার প্রবল স্রোতে বাঁধের তলদেশে গর্তের সৃষ্টি হয়ে এ ধস দেখা দিয়েছে। দ্রুতই মেরামত কাজ শুরু করা হবে বলে জানান তিনি।
No comments