পাঁচ বছরে চীনের বিনিয়োগ বেড়েছে শতভাগ
গত পাঁচ বছরে বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রায় ১০০ শতাংশ বেড়েছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খান এ তথ্য জানিয়েছেন। সোমবার ডিসিসিআই ও ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির ধারাকে আরও বেগবান করার জন্য চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করতে হবে। তথ্যপ্রযুক্তির এ সময়ে ই-কমার্সের মাধ্যমে বিশেষ করে জুয়েলারি, কাঠ ও মাটির তৈরি তৈজসপত্র, চিত্রকর্ম, ফ্যাশনবিষয়ক পণ্যসামগ্রী প্রভৃতি বাজারজাতকরণের সুযোগ রয়েছে। এসএমই খাতের উদ্যমী উদ্যোক্তারা এ সুযোগ নিতে পারেন।’
No comments