মুমিনুলের আক্ষেপ
মুমিনুল হককে আক্ষেপ তাড়া করে এখনও। বাংলাদেশের শততম টেস্টের দল থেকে বাদ পড়াটা আজও পোড়ায় তাকে। সেই কষ্ট ভুলে মুমিনুল নিজেকে প্রস্তুত করছেন অস্ট্রেলিয়া সিরিজের জন্য। ফিটনেস ক্যাম্পে কঠোর পরিশ্রম করছেন। মঙ্গলবার ব্যাটিং অনুশীলন শেষে তাকে প্রশ্ন করা হয়, ‘ব্যাটিং নিয়ে নতুন কী করছেন?’ মুমিনুলের উত্তর, ‘সামনে যেহেতু টেস্ট খেলা, তাই টেস্টের মানসিকতা নিয়ে ব্যাটিং অনুশীলন করছি।’ টানা ১১ টেস্টে হাফ সেঞ্চুরি করে ভিভ রিচার্ডসের পাশে নাম লিখিয়েছেন তিনি। মুমিনুলের জন্য দেশের শততম টেস্টে খেলতে না পারার দুঃখ তাই একটু বেশিই। সবশেষ দুই টেস্টে ভালো করতে পারেননি, চার ইনিংসে রান করেছিলেন ১২, ২৭, ৭ ও ৫। তার আগের দুই টেস্টে তার ব্যাট থেকে এসেছিল ৬৬ ও ৬৪। উপেক্ষার জবাব ব্যাট হাতেই দিয়েছেন মুমিনুল। ঢাকা প্রিমিয়ার লীগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ১৬ ম্যাচে ৫৮৪ রান করেছেন। এমন উজ্জ্বল পারফরম্যান্সও তাকে সন্তুষ্ট করতে পারেনি, ‘গত লীগে যেমন উইকেট ছিল, তাতে আমার আরও ২৫০ থেকে ৩০০ রান করা উচিত ছিল। সেইসঙ্গে আরও দুটি সেঞ্চুরি।’ মুমিনুল সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত মার্চে, শ্রীলংকার বিপক্ষে গল টেস্ট। এরপর টাইগাররা আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে গেলেও তিনি ছিলেন দেশেই। ২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডে দলের বাইরে থাকা মুমিনুলকে আবার হয়তো জাতীয় দলে দেখা যাবে আগামী মাসের শেষ দিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার অনুভূতি সম্পর্কে তার প্রতিক্রিয়া, ‘আগে অনেক কষ্ট হতো। এখন তেমন হয় না। চেষ্টা করি বিষয়টা মাথায় না রাখার।’ ২২ টেস্টে চারটি সেঞ্চুরিসহ ১,৬৮৮ রান করা মুমিনুলের লক্ষ্য যতটা সম্ভব ইনিংস বড় করা, ‘টেস্ট ক্রিকেটে ৫০-৬০ রান কিছুই নয়। ১০০ বা তার বেশি হলে দলের জন্য কিছু করা। আমি সেই মানসিকতা নিয়েই অনুশীলন করে যাচ্ছি। দলের প্রয়োজনে বড় ইনিংস খেলতে চাই।
No comments