চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে' জলদস্যু বাহিনীর প্রধান নিহত
চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কালাম (২৫) ওরফে ল্যাংরা কামাল নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর পলোগ্রাউন্ড মাঠে এ ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহত আবুল কালাম একটি জলদস্যু বাহিনীর প্রধান। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী। কামাল ফেনীর সোনাগাজী উপজেলার বড় দরবেশ গ্রামের হোসেন আহমদের ছেলে। ঘটনাস্থল থেকে একটি একে-২২ অটোমেটিক রাইফেল, ১৫ রাউন্ড গুলি ও ছয়টি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। র্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, পলোগ্রাউন্ড মাঠে কালামসহ একদল সশস্ত্র দস্যু অস্ত্র কেনাবেচা করছে এমন গোপন খবর পেয়ে র্যাবের একটি টহল দল সেখানে যায়। এসময় মাঠে থাকা দস্যুরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্য দস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থল গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। র্যাব অধিনায়ক বলেন, কালাম একটি জলদস্যু বাহিনীর প্রধান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা সন্ত্রাসীদের তালিকায় তার নামও রয়েছে।
No comments