নোয়াখালীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ বাজারে দুর্বৃত্তের গুলিতে দাউদ (৩৫) নামে এক যুবলীগ নেতা আহত হয়েছে। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার দিনগত রাত ১০ টার দিকে ইউনিয়নের আমিরাবাদ গ্রামের স্থানীয় বাজারের পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দাউদ উপজেলার আমিরাবাদ গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে। সে উপজেলা যুবলীগের সদস্য। স্থানীয়রা জানায়, মঙ্গলববার রাত ১০টার দিকে আমিরাবাদ বাজারে আড্ডা শেষে যুবলীগ নেতা দাউদ বাড়ির দিকে যাচ্ছিল। বাজার থেকে কিছুদূর যাওয়ার পর অজ্ঞাত দূর্বত্তরা মোটরসাইকেলে করে এসে দাউদের উপর হামলা চালায়। এসময় দাউদ চিৎকার দিলে দূর্বত্তরা একপর্যায়ে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল মিঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরার জন্য অভিযান চলছে।
No comments