একটি হারেই সব ফুল কাঁটা!
জো রুট এখন হাড়ে হাড়ে উপলব্ধি করছেন, সত্যিই পরাজিতের কোনো বন্ধু নেই। মাত্র দুই ম্যাচেই মুদ্রার দুই পিঠ দেখে ফেলেছেন ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক। লর্ডস টেস্টে নেতৃত্বের অভিষেকে উড়িয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। ট্রেন্টব্রিজে পরের ম্যাচে তার দলকে গুঁড়িয়ে সিরিজে সমতা ফিরিয়েছে প্রোটিয়ারা। লর্ডসে ২১১ রানের দাপুটে জয়ের পর রুটের সাহসী নেতৃত্ব ও ইংল্যান্ডের ভয়ডরহীন ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সবাই। কিন্তু ট্রেন্টব্রিজে ৩৪০ রানের শোচনীয় হারের পর ফুলগুলো সব কাঁটা হয়ে গেছে! ইংল্যান্ডের হতশ্রী ব্যাটিং নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন সাবেকরা। রুটদের পারফরম্যান্স ও দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করেছেন তিন সাবেক অধিনায়ক মাইকেল ভন, নাসের হুসেইন ও জিওফ বয়কট। ভন তো টেস্ট ক্রিকেটের প্রতি শ্রদ্ধার ঘাটতি দেখছেন এ দলটির মধ্যে। তার চোখে ট্রেন্টব্রিজ টেস্টে রুটরা খেলেছেন টি ২০ ক্রিকেট! প্রথম ইনিংসে ৬২ রানে শেষ সাত উইকেট হারিয়ে ২০৫ রানে গুটিয়ে যাওয়া ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৩ রানে অলআউট হয়েছে। ৩৪০ রানের এই হার রানের হিসাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডে দ্বিতীয় বড় হার। তবে ব্যবধান নয়, হারের ধরনটাই বেশি পোড়াচ্ছে ভনকে। ল্যান্ডের প্রায় সব ব্যাটসম্যানই সময়ের দাবি না মিটিয়ে অতি আগ্রাসী হতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। ভনের ভাষায় যা টেস্ট ক্রিকেটের প্রতি অশ্রদ্ধা, ‘ট্রেন্টব্রিজে ইংল্যান্ড যেভাবে খেলেছে তাতে আমি হতাশ ও ক্ষুব্ধ। তাদের ব্যাটিং পারফরম্যান্সে ফুটে উঠেছে টেস্ট ক্রিকেটের প্রতি খেলোয়াড়দের প্রচ্ছন্ন অশ্রদ্ধা। খেলা দেখে আমার মনে হয়েছে, ওরা যেন টি ২০ খেলতে নেমেছিল। শুধু আক্রমণ, আক্রমণ আর আক্রমণ। ম্যাচের পরিস্থিতি বুঝে একজন বোলারকে একটু দেখে খেলার কথা কেউ ভাবেনি।’ নিজের আদর্শ ও মেন্টর ভনের এমন নির্মম সমালোচনা ঠিক হজম করতে পারছেন না রুট। ব্যাপারটা অবিশ্বাস্য লাগছে তার কাছে, ‘এটা সত্যিই খুব অন্যায়। বিশ্বাসই করতে পারছি না যে ভনের মতো একজন এমনটা বলেছেন। সত্যি বলছি, বিশ্বাস হচ্ছে না আমার।’ হুসেইন ও বয়কটের সমালোচনা কিন্তু এতটা নাড়া দেয়নি রুটকে। যদিও তাদের ভাষাও যথেষ্ট নির্মম। কেটন জেনিংস ও গ্যারি ব্যালান্সের মতো অধারাবাহিক খেলোয়াড়দের বারবার সুযোগ দেয়ায় নির্বাচকদেরও সমালোচনা করেছেন হুসেইন। ০১২ সালে অ্যান্ড্র– স্ট্রাউসের অবসরের পর ওপেনিংয়ে ১১ জন সঙ্গী পেয়েছেন অ্যালিস্টার কুক। দায়টা নির্বাচকদেরই। অযোগ্য খেলোয়াড় নির্বাচনের এই ধারাকে ‘নারকীয়’ ও ‘অন্তহীন’ বলেছেন হুসেইন। আর ইংল্যান্ডের পারফরম্যান্স নিয়ে বলেছেন, ‘ফালতু ক্রিকেট।’ বয়কটের চোখে, ‘ট্রেন্টব্রিজে উল্টোপাল্টা ক্রিকেট খেলেছে ইংল্যান্ড।’ তার দাবি, আক্রমণ ও রক্ষণের মাঝামাঝি কোনো পন্থা জানা নেই রুটদের। দল যে বাজে খেলে হেরেছে, সেটা রুটও মানছেন। তবে এক হারেই নিজেদের দর্শন বদলাতে নারাজ ইংল্যান্ড অধিনায়ক। ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন রুট। ১৭ জুলাই ওভালে শুরু হবে তৃতীয় টেস্ট।
No comments