'প্রেমের' কারণে হত্যা, লাশ কলেজ মাঠে
কুষ্টিয়ায় 'প্রেমঘটিত' কারণে অজ্ঞাত পরিচয়ে (২৫) এক তরুণীকে শ্বাসরোধে হত্যার পর লাশ সরকারি কলেজ মাঠে ফেলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সকালে সরকারি কলেজ মাঠ থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, সকালে স্থানীয়রা পুলিশকে খবর দেন সরকারি কলেজ মাঠে এক তরুণীর লাশ পড়ে রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 'প্রেমঘটিত' কারণে ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, লাশের গলায় ও থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অন্য স্থানে হত্যা করে রাতের যে কোনো সময় লাশটি এখানে ফেলে রাখা হয়েছে। কুষ্টিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. আমজাদ হোসেন বলেন, আমি কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছিলাম। ভোরে ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হই। পথে ছাত্র নেতারা মোবাইলে আমাকে জানায়, কলেজের মাঠে এক তরুণীর লাশ পড়ে আছে। ঘটনা তদন্তের জন্য পুলিশকে চিঠি দেয়া হয়েছে। তবে মৃত্যুর সঠিক রহস্য উৎঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি।
No comments