ভারতীয় হাইকমিশনের আয়োজনে ঢাকায় যোগ দিবস
ভারতীয় হাইকমিশনের আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবসে ব্যাপক সাড়া দিয়েছে রাজধানীবাসী। বুধবার ভোরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রায় ৪ হাজার নারী-পুরুষ এতে অংশগ্রহণ করে। ভারতীয় হাইকমিশনের অ্যাটাশে অফিসার রঞ্জন মণ্ডল জানান, তৃতীয়বারের মতো ঢাকায় আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজন করেছে ভারতীয় হাইকমিশন। এবারের এ আসনে প্রায় সাড়ে ৪ হাজার অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।
তিনি বলেন, তাদের ঘোষিত সময় ভোর সাড়ে ৫টার মধ্যেই যোগাসন নেয়ার জন্য স্টেডিয়ামে চলে আসেন রাজধানীবাসী। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারসহ রাজনীতিবিদ, পেশাজীবীসহ নানা পেশার মানুষ এতে অংশ নিয়েছেন। এর আগে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা তাদের অনুষ্ঠানস্থলে স্বাগত জানান। ভারতীয় হাইকমিশন ২০১৫ সালে ঢাকায় প্রথমবার যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে। দ্বিতীয়বার আয়োজন করে মিরপুর ইনডোর স্টেডিয়ামে। মূল অনুষ্ঠানের পর ৩৫ মিনিট ধরে যোগ করেন অংশগ্রহণ কারীরা। ভারত থেকে আসা প্রশিক্ষক অদিতি গুই ও সুমিত কুমার যোগ ব্যায়ামের অনুষ্ঠানটি পরিচালনা করেন।
No comments