চট্টগ্রাম-কক্সবাজার রেল উন্নয়নে এডিবির ৩০ কোটি ডলার ঋণ
আঞ্চলিক বাণিজ্য ও কানেক্টিভিটি উন্নয়নে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন করা হচ্ছে। সাসেকের আওতায় ১০২ কিলোমিটার রেললাইন স্থাপনে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৩০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশকে। এই প্রকল্পে অর্থায়নের জন্য এডিবি চুক্তি করেছে। আজ বুধবার শেরেবাংলা নগরস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মলেনকক্ষে বাংলাদেশ ও এডিবির মধ্যে এই ঋণ চুক্তি হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম এবং এডিবির পক্ষে মুখ্য কান্ট্রি স্পেশালিষ্ট জ্যোসনা ভার্মা চুক্তিতে স্বাক্ষর করেন। জানা যায়, এই ঋনের আওতায় দোহাজারি হতে কক্সবাজার পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মান করা হবে। আগামী ২০২২ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা। এডিবি চার কিস্তিতে ওসিআর এবং সহজ শর্তে সিওএল হিসাবে মোট ১৫০ কোটি ডলার দেবে। এই লক্ষ্যে এডিবির সাথে ফ্রেমওয়ার্ক ফাইনান্সিং এগ্রিমেন্ট স্বাক্ষরিত হলো। যার ফলে প্রথম কিস্তিতে ৩০ কোটি ডলার দিচ্ছে। দ্বিতীয কিস্তিতে দেবে ৪০ কোটি ডলার। তৃতীয় কিস্তিতে ৫০ কোটি ডলার এবং শেষে ৩০ কোটি ডলার দেবে এডিবি। প্রত্যেক কিস্তির জন্য আলাদা আলাদা চুক্তি করতে হবে। এই লাইন নির্মানের ফলে চট্টগ্রাম-কক্সবাজার করিডোরের সাথে ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরকে যুক্ত করা। ৩০ কোটি ডলারের মধ্যে ২১ কোটি ডলার ওসিআর ঋণ। ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধযোগ্য। সুদ হার ০.৫ শতাংশ এবং ম্যাচুরিটি প্রিমিয়াম ০.১ শতাংশ। এছাড়া অবিতরণকৃত ঋণের ওপর কমিটমেন্ট চার্জ ০.১৫ শতাংশ।
No comments