ঈদযাত্রার শুরুতেই বিলম্বে ছাড়ল ট্রেন
স্বজন-প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে ঘরে ফেরা শুরু করেছে মানুষ। বুধবার থেকে ট্রেনের অগ্রিম টিকিটে দেশের বিভিন্ন গন্তব্যে রাজধানী ছাড়ছে মানুষ। গত ১২ জুন বিক্রি হয়েছে আজকের ট্রেনের টিকিট। তবে ঈদযাত্রার প্রথমদিনই ট্রেনের যাত্রা শুরু হয় বিলম্বে। সকাল ৯টায় উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার কথা। কিন্তু সেটি এক ঘণ্টা দেরিতে সকাল ১০টায় ছেড়ে যায়। প্রথম দিনই ট্রেন ছাড়া বিলম্ব দেখে ক্ষুব্ধ হন যাত্রীরা। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত করিম আবদুল নামে এক চাকরিজীবী জানান, পরিবার ও সন্তানদের আগে পাঠাতে অগ্রিম টিকিট নিয়েছেন তিনি। কিন্তু প্রথম দিনেই ট্রেন নির্ধারিত সময়ে ছাড়ছে না। এটি রীতিমত বিরক্তিকর। ঈদের যাত্রাপথে পরবর্তী পর্যায়ে ট্রেনের সিডিউল গুলো ঠিক থাকবে কিনা আশঙ্কা প্রকাশ করেন এই চাকরিজীবী। কারণ ঈদের ছুটির প্রথম দিন ট্রেনে তারও বাড়ি ফেরার কথা রয়েছে। এদিকে আজ সকাল ৬টা ৩৫ মিনিটে সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে পারাবত এক্সপ্রেস, চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ছেড়েছে সকাল ৭টায়।
৭টা ১৫ মিনিটে কিশোরগঞ্জের উদ্দেশে এগারসিন্ধু, ৭টা ৩১ মিনিটে দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশে তিস্তা, ৭টা ৪৮ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে মহানগর প্রভাতি এবং সকাল ৮টায় চিলাহটির উদ্দেশে নীলসাগর এক্সপ্রেস ছেড়ে যায়। রংপুর একপ্রেস ট্রেন দেরিতে ছাড়ার বিষয়ে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার শীতাংশু চক্রবর্তী বলেন, ট্রেনটি কমলাপুরে আসতে দেরি হয়। এ ছাড়া ট্রেনে একটি বগি পরিবর্তনের প্রয়োজন হয়। এ সব কারণে ঘণ্টাখানেক দেরিতে ট্রেনটি ছাড়তে হয়েছে। এদিকে ঈদ উপলক্ষে আগামীকাল ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, রাজশাহী, পার্বতীপুর এবং চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে চলাচল করবে এসব ট্রেন। এ ছাড়া ঈদের পর ফিরতি পথের যাত্রীদের নিয়ে ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এসব ট্রেন চলাচল করবে। শোলাকিয়া ঈদগায় যাতায়াতের জন্য ঈদের দিন ভৈরববাজার থেকে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রুটে দুটি ট্রেন চালানো হবে। প্রসঙ্গত, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় ১২ জুন। প্রথম দিন বিক্রি হয় ২১ জুনের টিকিট। ১৩ জুন মঙ্গলবার ২২ জুনের, ১৪ জুন বুধবার ২৩ জুনের, ১৫ জুন বিক্রি হয় ২৪ জুনের টিকিট। এদিকে আগামীকাল বৃহস্পতিবার ঈদের আগে সরকারি শেষ কর্মদিবস হওয়ায় ঈদ যাত্রায় ট্রেন, বাস ও লঞ্চে মানুষের ঢল নামতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
No comments