বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, লাশ মিলল সুন্দরবনে
নিখোঁজের দুইদিন পর ইয়াসিন গাজী (৩৫) নামে এক জেলের লাশ মিলল সুন্দরবনের জঙ্গলে। তিনি পূর্ব কৈখালি গ্রামের মুজিবর গাজির ছেলে। বুধবার ভোরে সুন্দরবনের ভীমরুল খালি খাল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের বরাত দিয়ে শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলি জানান, সোমবার রাতে পাওনা টাকা দেবে বলে প্রতিবেশী ফারুক হোসেন, বিল্লাল হোসেন, আমিনুর রহমান ও ফিরোজ গাজি ওই জেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওসি জানান, আজ ভোরে জেলেরা বাওয়ালিরা সুন্দরবনের ভীমরুল খালি খাল এলাকার জঙ্গলে একটি লাশ দেখতে পেয়ে পুলিশ ও স্থানীয়দের খবর দেয়। পরে লাশটি উদ্ধার করলে স্বজনরা তাকে ইয়াসিন হিসাবে শনাক্ত করে। পুলিশ আরও জানায়, নিহতের দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ণ রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
No comments