মানিকগঞ্জে পিকআপ খাদে পড়ে চালক নিহত
ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ে পাটুরিয়াগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক জাহাঙ্গীর আলম (৩০) নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার টেপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, সকালে পাটুরিয়াগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই পিকআপটির মালিক ও চালক জাহাঙ্গীর আলম ঘটনাস্থলেই মারা যান। নিহত জাহাঙ্গীর আলমের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।
No comments