ভুলে ভেসে কূলে আসা
প্রতি ঈদেই ‘ইত্যাদি’র পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারও তিনি এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘ভুলে ভেসে কূলে আসা’। হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। নাটকের গল্পে দেখা যাবে, কৃপণ ও লোভী প্রকৃতির এক ব্যক্তি আলী সাহেব লোভের বশবর্তী হয়ে তার দুই সন্তানকে বিত্তশালী পরিবারে বিয়ে দিয়েছেন। বিয়ের পর দুই স্ত্রী’র কারণে আলী সাহেবের দুই সন্তানের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এই বাড়িতে প্রায়শঃই আগমন ঘটে দুই পরিবারের দু’জন মানুষের। একজন ফুফু আর একজন মামা। এদের কারণেই আলী সাহেবের পরিবারে ঘটতে থাকে নানা ঘটনা- এ সব ঘটনা নিয়েই রচিত হয়েছে হানিফ সংকেতের এবারের ঈদের নাটক ‘ভুলে ভেসে কূলে আসা’। নাটকটিতে আলী সাহেবের চরিত্রে এটিএম শামসুজ্জামান এবং তার স্ত্রী’র চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, মীর সাব্বির, জিয়াউল ফারুক অপূর্ব, তানিয়া আহমেদ, জাকিয়া বারী মম, সারিকা, আফজাল শরীফ ও নজরুল ইসলাম। নাটকটি ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।
No comments