পোশাক কারখানা সংশ্লিষ্ট ব্যাংক শাখা শুক্র, শনিবার খোলা
ঈদের আগে সাপ্তাহিক ছুটির দুই দিন ঢাকা ও চট্টগ্রামে তৈরি পোশাক শিল্প-কারখানা সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা ও শনিবার বিকাল ৪টা পর্যন্ত এ শাখাগুলোতে লেনদেন চলবে বলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঈদ সামনে রেখে রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ ও রফতানি বাণিজ্য সচল রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের এক সার্কুলারের মাধ্যমে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।
No comments