অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
পাবনার ঈশ্বরদী উপজেলায় অভিযান চালিয়ে মিরাজ হাসান নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মিরাজ হাসান পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এ ব্যাপারে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল বলেন, অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মিরাজ হাসানকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে র্যাব অংশ নিয়েছে। এটা পুলিশের অভিযানে ছিল না বলে জানান তিনি। পাবনা র্যাব অফিসে সংশ্লিষ্ট কর্মকর্তারা মোবাইলে জানান, আটক মিরাজের বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ককটেল ও ১টি রামদা উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গত ২৩ মে মঙ্গলবার দুপুরে পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সদরুল আলম পিন্টুকেও ঈশ্বরদী থানা পুলিশ গ্রেফতার করে। তিনিও বর্তমানে জেলহাজতে রয়েছেন।
No comments