গ্রেফতার সাংবাদিকদের হবে ৭০ বছরের সাজা!
যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভের সময় গ্রেফতার দুই সাংবাদিকের ৭০ বছর করে কারাদণ্ড হতে পারে। তাদের বিরুদ্ধে দাঙ্গায় উসকানি, দাঙ্গা সংগঠন ও সম্পদ ধ্বসের অভিযোগে বিচার চলছে। গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথের দিন ট্রাম্পবিরোধী বিক্ষোভ থেকে এই দুই সাংবাদিকসহ আরও দুই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নেয়ায় তাদের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। খবর আলজাজিরার। এ দুই সাংবাদিকের একজন হলেন সাংবাদিক আলেক্সাই উড এবং অপরজন হচ্ছেন বর্তমানে বন্ধ আলজাজিরা আমেরিকার ফটোসাংবাদিক অ্যারন কান্টু। ট্রাম্পের শপথ গ্রহণের দিন ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ প্রদর্শিত হয়। তিনি বলেন, ‘আমাদের সরে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে একটা নির্দেশের জন্য আমি অপেক্ষা করছিলাম। ব্ল্যাক ব্লক নামে একটি বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠী ও ফ্যাসিবাদবিরোধী গোষ্ঠীগুলোর পুলিশের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর তাদের গ্রেফতার করা হয়।
No comments