লেগিংস পরায় বিমানে উঠতে বাধা ২ কিশোরীকে
লেগিংস
পরার জন্য দুই কিশোরীকে বিমানে চড়তে দিল না ইউনিাইটেড এয়ারলাইন্স। আর এক
কিশোরী লেগিংসের উপরে আর একটি প্যান্ট পরার পর, তবে সে বিমানে চড়ার অনুমতি
পায়। আগের দুজনের কাছে অন্য কোনো পোশাক ছিল না, তাই তাদের আর বিমানে
চড়তেই দেয়া হয়নি। রোববার কলোরাডোর ডেনভার বিমানবন্দরে ঘটে এই ঘটনা। ডেনভার
বিমানবন্দরের গেটে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শী শ্যানন ওয়াটস টুইট করে
জানিয়েছেন, 'মেয়েটিকে লেগিংসের বদলে অন্য পোশাক পরতে বা লেগিংসের উপরেই
অন্য কিছু পরার জন্য জোর করা হচ্ছিল। আমার মনে হয় এই নীতি সেক্সিস্ট।
শুধুমাত্র জামাকাপড়ের ভিত্তিতে নারীদের আলাদা করা হচ্ছে ও ছোট মেয়েদের
মধ্যেও যৌনতা দেখা হচ্ছে।' এই টুইটের জবাবে পাল্টা টুইট করে ইউনাইটেড
এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, 'আমাদের উড়ানের নিয়মনীতি মেনে
জামাকাপড় না পরলে, যাত্রীকে ফিরিয়ে দেয়ার অধিকার ইউনাইটেডের রয়েছে।'
ইউনাইটেডের যাত্রীদের সঙ্গে চুক্তিপত্রে বলা রয়েছে, সমস্ত যাত্রী ও
ক্রু-দের সুরক্ষার জন্য এই বিমানসংস্থা চাইলে খালি পায়ে থাকা বা ঠিকঠাক
পোশাক না পরে থাকা যাত্রীদের বিমানে উঠতে বাধা দিতে পারে। যদিও 'ঠিকঠাক
পোশাক' বলতে ঠিক কী বলা হয়েছে, তার উল্লেখ নেই সেই চুক্তিপত্রে। ইউনাইটেড
এয়ারলাইন্সের মুখপাত্র জোনাথন গুয়েরিন এই ঘটনার সত্যতা স্বীকার করে
জানিয়েছেন, যে দুই কিশোরীকে বিমানে উঠতে দেয়া হয়নি, তারা একজন কর্মীর পাস
নিয়ে সফর করছিল এবং তারা বিমানসংস্থার ড্রেসকোড মানেনি। সাধারণ যাত্রীদের
ক্ষেত্রে লেগিংস বা যোগাপ্যান্ট পরা থাকলেও তাদের বিমানে উঠতে দেয়া হয়।
তবে, কেউ কোনো পাস নিয়ে যাত্রা করলে তাকে সংস্থার নিয়মকানুন মেনে চলতে হবে।
No comments