সেনবাগ-সোনাইমুড়ীর জরাজীর্ণ সড়ক
নোয়াখালীর
সেনবাগ উপজেলার সঙ্গে সংযোগ স্থাপনকারী সড়ক ও জনপথ বিভাগের গুরুত্বপূর্ণ
সেনবাগ-সোনাইমুড়ী সড়ক। উপজেলার প্রধান এই সড়কটি দীর্ঘ ৮বছর ধরে সংস্কার করা
হয়নি। ২৪ কিলোমিটার দীর্ঘ এই সড়ক জুড়ে বর্তমানে গর্ত ও খানা খন্দকে কারণে
বেহাল দশা পুরো সড়কটির। মারাতœক ভাবে ব্যবহত হচ্ছে যান চালাচল। চরম
ভোগান্তির শিকার হচ্ছে যাত্রী সাধারন। হেলে দুলে চলার কারনে বিকল হচ্ছে
গাড়ী। প্রতিনিয়িত ঘটছে দুর্ঘটনা। ভাড়ছে হতাহত। এই হলো সড়কটির নিত্য দিনের
চিত্র। সেনবাগ-সোনাইমুড়ী প্রধান এই সড়কের ছাতারপাইয়া বাজার, কানকিরহাট
বাজার, কেশারপাড়, গাজীর হাট মোড়, সাতবাড়িয়া ফকিরেরহাট বাজার, কাদরা মোড়,
সেনবাগ পৌর শহর হয়ে সেনবাগ রাস্তার মাথা ফেনী- চৌমুহনী মহাসড়ক পর্যন্ত
সড়কের অবস্থা বেশি খারাপ। ছোট-বড় অসংখ্য গর্তের কারণে সড়কটি অনেকটাই
যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের অনেক অংশে পিচের আস্তরণ
(কার্পেটিং) উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। নিচু অনেক স্থানে দেখা গেছে সড়ক
ভেঙে পড়ছে পাশের পুকুর-ডোবায়। এ অবস্থায় সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে অসংখ্য
যানবাহন ও পণ্যবাহী গাড়ি চলাচল করছে। এ কারনে প্রতিদিন সড়কে ঘটছে দুর্ঘটনা
ভাড়ছে হতাহতের ঘটনা। আহত হয়ে পুঙ্গ হচ্ছে অনেকে। দূর্ঘটনার আশংক্ষা নিয়ে
প্রতিদিন চলাচল করতে হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা গামী কোমলমতি শিশু
শিক্ষার্থী ,অফিস মুখি কর্মজীাবি লোকজন। এই নিয়ে কথা হলো সড়কে চলাচলকারী
সিএনজি অটো রিকসা চালক নজীর আহম্মেদের সঙ্গে তিন বলেন, উপজেলার প্রধান এ
সড়কে খানাখন্দের কারণে প্রতিনিয়িত গাড়ীর বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়।
এতে আয়ের একটি বড় অংশ চলে যায় গাড়ী রক্ষণাবেক্ষণ খাতে। তা ছাড়া খানাখন্দের
কারণে যাত্রীদেরও সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। সেনবাগ প্রেসক্লাবের সভাপতি
খোরশেদ আলম বলেন, গত সরকারের আমলে সেনবাগ-সোনাইমুড়ী সড়কটি প্রশস্ত করার
পাশাপাশি নতুন করে কার্পেটিং করা হয়। এরপর মাঝে মধ্যে ছোটখাটো গর্ত ভরাট
ছাড়া সড়কটিতে তেমন উন্নয়নকাজ হয়নি।
ফলে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে
পড়েছে। কানকিরহাট কলেজের অনার্স ১০ বর্ষের ছাত্র ইকবাল হোসেন বলেন, সড়কের
দুরবস্থার কারণে একদিন কলেজে ক্লাস করতে গেলে পরদিন আর যেতে ইচ্ছা করে না।
এলাকার সকল শ্রেনী ও পেশার মানুষের দাবী পাকা না হোক অন্তত গর্ত গুলো ভরাট
করে যেন মেশিন দিয়ে সমান করে দেওয়া হয়। নোয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের
কার্যালয় সূত্র জানায়, সেনবাগ-সোনাইমুড়ী সড়কে বড় ধরনের সংস্কারকাজ করা
হয়েছিল আট বছর আগে। এ বিষয়ে সওজের নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী
মো. জাহিদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি সড়কের খারাপ অবস্থার কথা
স্বীকার করে গতকাল বলেন, ২৪ কিলোমিটার এ সড়কের প্রথম কিস্তিতে ১৪ কিলোমিটার
কাজের টেন্ডার ইতিমধ্যে আহবান করা হয়েছে। যা সোনাইমুড়ি থেকে সেনবাগ
উপজেলার গাজীরহাট মোড় পর্যন্ত হবে। বাকী ১০ কিলোমিটার সড়কের কাজ পরবর্তীতে
টেন্ডার আহবান করা হবে। পুরো সড়কটির সুফল পেতে মানুষকে একটু অপেক্ষা করতে
হবে বলে তিনি জানান। এব্যাপারে নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ি আংশিক) আসনের
স্থানীয় এমপি আলহাজ্ব মোরশেদ আলম গনমাধ্যমকর্মিদের জানান, যান চলাচল ও
যাত্রীদের সাময়িক অসুবিধার কথা স্বীকার করে তিনি বলেন- খুবই শীঘ্রই সড়কটিতে
কাজ সম্পন্ন করার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। ইতিমধ্যে সড়কটির
একটি অংশের টেন্ডার আহবান করা হয়েছে। বাকী অংশের টেন্ডার পরবর্তীতে আহবান
করা হবে বলে তিনি জানান।
No comments