বিশ্ব গণমাধ্যমে সিলেটে জঙ্গি হামলার খবর
সিলেটের
দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ অভিযান ঘিরে আবারও বিশ্ব
গণমাধ্যমের শিরোনাম হয়েছে বাংলাদেশ। সেখানকার বিস্ফোরণে দুই পুলিশ
কর্মকর্তাসহ ছয়জনের প্রাণহানির ঘটনা গুরুত্বের সঙ্গে প্রচার ও প্রকাশ করছে
বিভিন্ন দেশের প্রভাবশালী গণমাধ্যম। ব্রিটেনের বিবিসি, রয়টার্স, গার্ডিয়ান,
টেলিগ্রাফ, যুক্তরাষ্ট্রের সিএনএন, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ওয়াল
স্ট্রিট জার্নাল, ফ্রান্সের এএফপি, কাতারের আল-জাজিরা ভারতের এনডিটিভি,
টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার, পাকিস্তানের ডন, এক্সপ্রেস ট্রিবিউন প্রভৃতি
গণমাধ্যম এ নিয়ে এক বা একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার সন্ধ্যা
পৌনে ৭টা ও সাড়ে ৭টায় দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশের দুই
কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। ‘বাংলাদেশের বোমা বিস্ফোরণে নিহত ৬, আহত
বহু’ শিরোনামে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা
হয়, শনিবার বাংলাদেশে একটি জঙ্গি আস্তানার কাছে বিস্ফোরণে দুই পুলিশ
কর্মকর্তাসহ কমপক্ষে ছয়জন নিহত ও বহু আহত হয়েছেন;
ওই আস্তানায় কমান্ডো
অভিযান চলছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সিলেটে বোমা হামলার দায়
স্বীকার করেছে। আইএস নিয়ন্ত্রিত সংবাদসংস্থা ‘আমাক’র বরাত দিয়ে জঙ্গি
কার্যক্রম পর্যবেক্ষণকারী গ্রুপ ‘সাইট ইনটেলিজেন্স’ এ তথ্য দিয়েছে। রয়টার্স
বলছে, চলতি মাসে নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে আত্মঘাতী হামলা বেড়ে যাওয়ায়
সিলেটে অভিযান চালাচ্ছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। ‘বাংলাদেশে জঙ্গি
অভিযানের মাঝেই সিলেটে বিস্ফোরণে নিহত ৪’ শিরোনামে এক প্রতিবেদনে বিবিসি
বলছে, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে জোড়া বোমা বিস্ফোরণে দুই পুলিশ
কর্মকর্তা ও চার বেসামরিক নাগরিকসহ ছয়জন নিহত হয়েছেন। একটি মোটরসাইকেলে করে
দুই ব্যক্তি ঘটনাস্থলে বিস্ফোরক ডিভাইস নিয়ে আসার পরপরই বিস্ফোরণ ঘটে। পরে
সেখানে সবজির ব্যাগে রাখা বোমার দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। বার্তাসংস্থা এএফপি
বলছে, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সিলেটে ভিড়ের মাঝে দুটি বোমা
বিস্ফোরণে ছয়জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন; যেখানে সেনাবাহিনী একটি জঙ্গি
আস্তানায় কমান্ডো অভিযান চালাচ্ছে। জঙ্গি আস্তানা থেকে ৪০০ গজ দূরে পুলিশ ও
শত শত উৎসুক জনতা; যারা পাঁচতলা একটি ভবনে জঙ্গিবিরোধী কমান্ডো অভিযান
দেখছিলেন তাদের লক্ষ্য করে ওই শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বাংলাদেশ সরকার
বরাবরের মতো দেশে আইএসের উপস্থিতি অস্বীকার করে আসছে। সরকার বলছে, দেশীয়
জঙ্গিগোষ্ঠী জেএমবির নব্য শাখার সদস্যরা ক্যাফে ও অন্যান্য হামলায় জড়িত।
আল-জাজিরা বলছে, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযানের সময়
বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।
No comments