‘পুলিশকে মেরে বেহেশতে যেতে চায় জঙ্গিরা’
জঙ্গিরা
‘পুলিশকে মেরে বেহেশতে যেতে চায়’ বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম
রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, এক জঙ্গিকে ধরে জানতে
চেয়েছিলাম-‘তুমি জঙ্গি হয়েছ কেন?’ উত্তরে বলেছিল ‘পুলিশকে মেরে বেহেশতে
যেতে।’ স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার দুপুরে জেলা প্রশাসন আয়োজিত
মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও নগর মুক্তিযোদ্ধা সংসদের
আওতাধীন মোট ১৩৭ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। জেলা প্রশাসক মো. সামসুল
আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রুহুল
আমিন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার আগামী প্রজন্মকে
মুক্তিযুদ্ধের শিক্ষায় শিক্ষিত করতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান।
এর মধ্য দিয়েই দেশ জঙ্গিমুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, জেলা
পুলিশ সুপার নুরে আলম মিনা, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার
সাহাব উদ্দিন ও মুক্তিযোদ্ধা সংসদ নগর কমান্ডার মোজাফফর আহমদ। আলোচনা সভা
শেষে মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। এর আগে অনুষ্ঠানের
শুরুতেই তাদের হাতে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।
No comments