রাক্কায় বিমানঘাঁটির নিয়ন্ত্রণ হারাল আইএস
সিরিয়ার
রাক্কার নিকটে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একটি বিমানঘাঁটি
সম্পূর্ণ দখলে নেয়ার দাবি করেছে বিদ্রোহীরা। খবর বিবিসির। রাক্কাকে আইএস ওই
অঞ্চলে তাদের স্বঘোষিত রাজধানী হিসেবে দাবি করে আসছিল। রাক্কার নিকট
আইএসের ওই বিমানঘাঁটির পতন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস-এসডিএফ’র মুখপাত্র তালাল সেল্লু জানান, তারা
আইএসের নিকট থেকে তাবাকা বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন।
২০১৪ সালে সিরীয়
সেনাবাহিনীর কাছ থেকে বিমানঘাঁটির দখল নেয় আইএস। কুর্দি নেতৃত্বাধীন
বিদ্রোহীরা মুল শহরের দিকে অগ্রসর হচ্ছে। রাক্কা পুনরুদ্ধারের যুদ্ধে ভয়ানক
সংঘর্ষের আশংকা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা সেখানে অবস্থানরত সাধারণ
নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাজ্যভিত্তিক
পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানাচ্ছে, গত
সপ্তাহে আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের বিমান হামলায় কমপক্ষে ৮৯ জন বেসামরিক
লোক নিহত হয়েছেন।
No comments