ছাত্রলীগের ৪ দিনব্যাপী জঙ্গিবাদবিরোধী কর্মসূচি
দেশের
বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে চার দিনব্যাপি কর্মসূচি ঘোষণা
করেছে ক্ষমতাসীন ছাত্রসংগঠন ছাত্রলীগ। সোমবার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত
করেছেন সংগঠনটির দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা। রোববার রাতে কেন্দ্রীয়
ছাত্রলীগ এ কর্মসূচি পালনে সারা দেশের বিভিন্ন ইউনিটকে চিঠিও দিয়েছে। চার
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, ২৮ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় জঙ্গিবাদের
বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় বিক্ষোভ
মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৯ মার্চ বুধবার সকাল ১১টায় জঙ্গিবাদের
বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন উপজেলা, থানা, হল ও পৌরসভায় বিক্ষোভ মিছিল ও
সমাবেশ অনুষ্ঠিত হবে। ১ এপ্রিল শনিবার সকাল ১১টায় সারা দেশের সকল
শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হবে।
আর ৪ এপ্রিল
মঙ্গলবার সারা দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে গণস্বাক্ষর অভিযান
অনুষ্ঠিত হবে। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, বাংলাদেশকে
অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিণত করতে বিভিন্ন স্থানে জঙ্গি হামলার ঘটনা
ঘটানো হচ্ছে। সর্বশেষ সিলেটের জঙ্গি হামলায় ছাত্রলীগ নেতা ও পুলিশ
কর্মকর্তাসহ বেশ কয়েকজন সাধারণ মানুষ নিহত হয়েছেন। ছাত্রলীগ এই জঙ্গি হামলা
নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। তিনি জানান, এসব কর্মসূচি সফল করতে দেশের সকল
বিশ্বিবিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা/থানা, হল ও পৌরসভা শাখাকে নির্দেশ
দেয়া হয়েছে।
No comments