বালিয়াকান্দিতে দু,গ্রুপের সংঘর্ষে ৯ জন আহত
রাজবাড়ীর
বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চরঘিকমলা গ্রামে রবিবার বিকালে পাট
ক্ষেতে হাটাকে কেন্দ্র করে দু,গ্রুপের সংঘর্ষে ৯জন আহত হয়েছে। আহতদেরকে
বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, চরঘিকমলা গ্রামের বদর
উদ্দিন মন্ডলের ছেলে নুরুল ইসলাম (৬০), সালাম মন্ডল (৩৯), তোজাম মন্ডল
(৩৫), নায়েব আলী (৪৫), আনোয়ার হোসেন (৫০), নুরুল ইসলামের ছেলে রব মন্ডল
(২৫), নায়েব আলীর স্ত্রী চায়না বেগম (৪০), বাজু মন্ডলের ছেলে মনোয়ার হোসেন
(৫০), মাসুদ মন্ডল (৩২)।
নুরুল ইসলাম জানান, সে তার পাট ক্ষেতে পানি
দিচ্ছিল। এসময় মনোয়ারের ছেলে এরশাদ মন্ডল পানি দেওয়া পাট ক্ষেতের মধ্যে
দিয়ে পিয়াজ নিয়ে যাচ্ছিল। এসময় এরশাদের নিষেধ করা হয়। পরে তারা পরিকল্পিত
ভাবে দৈশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এব্যাপারে বালিয়াকান্দি থানায়
অভিযোগ দায়ের করেছেন। মনোয়ার হোসেন জানান, আমার ছেলে ভুল করে পাট ক্ষেতের
মধ্যে দিয়ে আসে। আমি ক্ষমা চাইলেও অকথ্য ভাষায় গালিগালাজ ও হামলা চালানোর
কারণে সংঘর্ষের সৃষ্টি হয়।
No comments