পশ্চিম
তীরে ইসরাইলী বসতি স্থাপনকারী ইহুদীদের দেয়া আগুনে ১৮ মাস বয়সী এক
ফিলিস্তিনী শিশু মারা গেছে। এ ঘটনায় শিশুটি মা-বাবা আহত হয়েছেন। আজ
শুক্রবার ফিলিস্তিনের নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। ফিলিস্তিনী
সূত্রে জানা গেছে, চার ইসরাইলী বসতি স্থাপনকারী ফিলিস্তিনি গ্রামের প্রবেশ
পথে একটি বাড়িতে আগুন ধরিয়ে এবং একটি দেয়ালে বিভিন্ন কুৎসামূলক কথা লিখে
পার্শ্ববর্তী বসতিতে পালিয়ে যায়। উগ্র-ডানপন্থী ইসরাইলী কর্মীরা
ফিলিস্তিনি ও আরব ইসরাইলীদের ওপর দীর্ঘদিন ধরেই সহিংসতা চালিয়ে আসছে। এ
ছাড়াও তারা খ্রিষ্টান ও মুসলমানদের পবিত্র স্থানগুলোতেও হামলা চালায়। এমনকি
ইসরাইলী সৈন্যদের ওপর হামলা চালায়। ইসরাইলী পুলিশের নারী মুখপাত্র লুবা সামরি বলেন, ‘উগ্র-জাতীয়তাবাদী উদ্দেশ্য নিয়ে এই হামলা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।’ ইসরাইলী
প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাথমিক তদন্ত শেষে
জানা গেছে যে, ভোরে সন্দেহভাজনরা গ্রামে প্রবেশ করে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়
এবং বাড়িগুলোর দেয়ালে হিবরুতে কুৎসামূলক লেখা লিখে।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘আইডিএফ বাহিনী সন্দেহভাজন হামলাকারীদের সনাক্ত করতে কাজ করে যাচ্ছে।’ |
No comments