সফর অসম্পূর্ণ রেখেই ফিরছেন মমতা
পশ্চিমবঙ্গের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার লন্ডন সফর অসম্পূর্ণ রেখে গতরাতেই
কলকাতায় ফিরে আসার বিমান ধরছেন বলে নিজেই টুইটারে জানিয়েছেন। ভারতের সাবেক
প্রেসিডেন্ট এপিজে আবদুল কালামের মৃত্যুতে বেশির ভাগ কর্মসূচিই বাতিল করতে
হয়েছে। রাজ্যে বিনিয়োগ আনার উদ্দেশ্যে প্রায় ৬০ জনের প্রতিনিধি দল নিয়ে
তিনি গত ২৬শে জুলাই লন্ডন সফরে রওনা হয়েছিলেন। তবে ভারতের একটি অঙ্গরাজ্যের
একমাত্র মুখ্যমন্ত্রী বাকিংহাম রাজপ্রাসাদে আতিথেয়তার আমন্ত্রণ পেয়ে
সেখানে গিয়েছিলেন তার অভ্যাস মতো পায়ে হাওয়াই চটি গলিয়ে অতি সাধারণ সুতির
শাড়ি ও একটি সামান্য শাল গায়ে চড়িয়ে। রাজপরিবারের জন্য তিনি একটি তার আঁকা
পেইন্টিং উপহার দিয়ে এসেছেন যুবরাজ এন্ড্রুকে। অবশ্য মমতার মতোই এবার তার
প্রতিনিধি দলের অনেকেই পায়ে হাওয়াই চটিতেই লন্ডন সফর করেছেন। এমনকি অভিনেতা
সংসদ সদস্য দেবকে দেখা গেছে তিনি কলকাতা থেকে রওনা হয়েছেন চটি পরেই। এদিকে
কর্মসূচি বাতিলের সুযোগে মমতা পায়ে হেঁটেই লন্ডন ঘুরে দেখেছেন সঙ্গীদের
নিয়ে। তবে মমতার গতির সঙ্গে তাল রাখতে না পেরে কলকাতার মেয়র শোভন
চট্টোপাধ্যায়ের মাঝপথে হোটেলে ফিরে আসার মতো ঘটনাও ঘটেছে। লন্ডনের যে টেমস
নিয়ে মমতার মুখে শোনা যেত কলকাতাকে টেমসের মতো সাজানোর স্বপ্নের কথা তা
খানিকটা টোল খেয়েছে টেমসের অপরিচ্ছন্নতা দেখে। টেমসের চেয়ে যে গঙ্গা অনেক
পরিচ্ছন্ন সেকথাও বলেছেন সঙ্গীদের। তবে রবীন্দ্রনাথ লন্ডনে যে বাড়িতে বসে
গীতাঞ্জলির অনুবাদ করেছেন সেই বাড়িটি কেনার ইচ্ছে প্রকাশ করেছেন মমতা।
সেইমতো ভারতীয় হাইকমিশনকে অনুরোধও করেছেন খোঁজখবর করার জন্য। টাটাদের কেনা
পাঁচতারা হোটেলে মমতাকে থাকতে দেয়া হলেও তিনি থেকেছেন তার পরিচিত ঢঙে।
সঙ্গে নিয়েও গিয়েছিলেন তার প্রিয় মুড়ি ও চানাচুর। নিয়ে গিয়েছিলেন অনেক
উপহার। রাজপুত্রদের ছেলেদের জন্যও জামাকাপড়। আর যে লন্ডনের সন্ধানে তার
লন্ডন যাত্রা তা কতটা কাজের হয়েছে তা মুখ্যমন্ত্রী ফিরে এলে তার কাছ থেকেই
জানা যাবে। যাবার আগে বলে গিয়েছিলেন ৩০ শতাংশ কাজ হলেই তিনি খুশি। তবে
বিভিন্ন ক্ষেত্রে ২২টি যে সমঝোতা পত্র সই হয়েছে সেকথা ইতিমধ্যেই প্রচারিত
হয়েছে।
No comments