দশ রুপিতে গান্ধী নেই
দশ টাকার (ভারতীয় রুপি) নতুন নোট থেকে তুলে দেয়া হয়েছে ভারতীয় জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) ছাপানো নতুন ১০ রুপির নোট থেকে কেন তার ছবি সরানো হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে দেশটির গণমাধ্যমে। আরবিআইয়ের ছাপানো নতুন এই নোট নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়েছে। গান্ধীর ছবি বাদ দিলে নতুন নোটের সঙ্গে পুরনো দশ টাকার নোটে আর কোনো পার্থক্য নেই। এটির ছবি ওয়েবসাইটে দেয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে ব্যাংক নোটে মহাত্মা গান্ধীর ছবি ছাপা শুরু হয়। প্রথমে ৫ ও ১০ টাকার নোটে চালু হলেও ক্রমে ২০, ১০০, ৫০০ এমনকি হাজার টাকার নোটও গান্ধী সিরিজের আওতায় আসে। এই সিরিজের সব ব্যাংক নোটের সামনের দিকে তার ছবি দেয়া হয়। নোটের আর এক পাশে সাদা জায়গায় গান্ধীর ওয়াটার মার্কও থাকে।
No comments