ঈদে তাহসান ও মেহজাবিনের প্রিয়তমেষু
সঙ্গীত জগতের জনপ্রিয় মুখ তাহসান গানের পাশাপাশি অভিনয়ে দর্শকের মন জয় করতে পেরেছেন খুব সহজেই। নিয়মিত অভিনয় না করলেও বিশেষ দিবসে তিনি নাটকে কাজ করেন। সম্প্রতি ঈদ উপলক্ষে ইমরাউল রাফাতের চিত্রনাট্য রচনা এবং পরিচালনায় নাটক প্রিয়তমেষু’তে তাকে অভিনয় করতে দেখা যাবে। এরইমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় নাটকটির দৃশ্যায়ন করা হয়েছে। নাটকটি প্রসঙ্গে তাহসান বলেন,
‘এ নাটকে আমাকে রাফি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। রাফি কখনও নিজের মুখে তার ভালোবাসার কথা বলতে পারে না। একসময় সে চিঠি দিয়ে তার ভালবাসার কথা জানানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু রাফি পড়ালেখা না জানার কারণে অন্যকে দিয়ে চিঠি লেখানোর সিদ্ধান্ত নেয়। আর সেই চিঠিকে কেন্দ্র করে ঘটে নানা ঘটনা।’ নাটকে তার বিপরীতে জেবিন চরিত্রে অভিনয় করেছে মেহজাবিন। এতে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘এমনিতেই তাহসান ভাই আমার প্রিয় গায়কের তালিকায় রয়েছেন। তার সঙ্গে অভিনয় করতে পেরে বেশ ভালো লেগেছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে।’ ঈদ উপলক্ষে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।
No comments