ছাত্রলীগ নেতার বাসা থেকে তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলামের বাড্ডার বাসা থেকে ইমন (১৭) নামে এক তরুণে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণ ছাত্রলীগ নেতার মামাতো ভাই। এসময় মৃতদেহের পাশ থেকে একটি পিস্তলও জব্দ করা হয়। শনিবার রাত সাড়ে ৯টার পর মধ্য বাড্ডার আলাতুন্নেসা স্কুল গলির ভেতরের একটি বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। বাড্ডা থানার এসআই বজলুর রহমান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে তরুণের লাশ উদ্ধার করা হয়। তার মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
No comments