স্বামীর মাথায় স্ত্রীর জুতা
নজিরবিহীন
এক আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের এক ব্যক্তি। তার মাথায়
গেঁথে আছে স্ত্রীর জুতার হিল। বাগ্বিতণ্ডার একপর্যায়ে স্ত্রী তার পায়ের
জুতা খুলে নিয়ে স্বামীর মাথায় সজোরে আঘাত করেন। এত জোরে আঘাত করেন যে,
জুতার হিল গেঁথে যায় স্বামীর মাথায়। স্থানীয় মিডিয়া রিপোর্টের বরাত দিয়ে এ
খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়, হাসপাতালে পৌঁছানোর পর
ডাক্তাররা মন্তব্য করেছেন, তারা অতীতে এমন কোন ঘটনা দেখেননি। ঘটনাটি
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বিরল ঘটনাটি নিয়ে
টুইট করেছেন।
No comments