সাদা চামড়ার কারণেই সোনিয়া সভানেত্রী
সোনিয়া গান্ধী সম্পর্কে কটূক্তি করে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ কিশোর বলেছেন, ‘সাদা চামড়ার কারণেই সোনিয়া কংগ্রেস সভানেত্রী হয়েছেন।’ বিহারের এই এমপি প্রশ্ন ছুড়ে বলেছেন, ‘রাজীব গান্ধী যদি কোনো নাইজেরিয়ানকে বিয়ে করতেন বা সোনিয়ার গায়ের চামড়া সাদা না হতো, তবে কি তাকে নেতা বলে মানত কংগ্রেস?’ মঙ্গলবার বিহারের হাজিপুর জেলায় এক জনসভায় এমন বক্তব্য রাখেন গিরিরাজ। টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে। তার এই কটাক্ষে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছে কংগ্রেস।
কংগ্রেস নেতা আরপিএন সিং বলেছেন, ‘সোনিয়া গান্ধী সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের কঠোর নিন্দা করছি। এটা শুধু সোনিয়া গান্ধীকে নয়, গোটা নারী সমাজের প্রতিই কটূক্তি।’ তিনি আরও বলেছেন, ‘শুধু গিরিরাজই নন, বিজেপির আরও অনেকে এ ধরনের মন্তব্য করছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।’ সিপিএম নেত্রী বৃন্দা কারাতও গিরিরাজের মন্তব্যের জন্য সমালোচনা করেছেন মোদির। বৃন্দা কারাতও বলেন, ‘এমন বর্ণবিদ্বেষী মন্তব্যের তীব্র নিন্দা করছি। কোন সাহসে তিনি ওই কথা বলেন! আমার মনে হয়, এ ধরনের নেতাদের তৈরি করছেন মোদিই। কী করে ওনার মন্ত্রীরা এমন মন্তব্য করেন!’ উল্লেখ্য, এর আগেও এ ধরনের মন্তব্য করেছেন গিরিরাজ। সমালোচিতও হয়েছেন তিনি। গত লোকসভা ভোটের সময় ঝাড়খন্ডে ভোট প্রচারে তিনি বলেছিলেন, ‘মোদির বিরোধিতা করছেন যারা, ভোটের পর তাদের পাকিস্তান চলে যেতে হবে।’
কংগ্রেস নেতা আরপিএন সিং বলেছেন, ‘সোনিয়া গান্ধী সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের কঠোর নিন্দা করছি। এটা শুধু সোনিয়া গান্ধীকে নয়, গোটা নারী সমাজের প্রতিই কটূক্তি।’ তিনি আরও বলেছেন, ‘শুধু গিরিরাজই নন, বিজেপির আরও অনেকে এ ধরনের মন্তব্য করছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।’ সিপিএম নেত্রী বৃন্দা কারাতও গিরিরাজের মন্তব্যের জন্য সমালোচনা করেছেন মোদির। বৃন্দা কারাতও বলেন, ‘এমন বর্ণবিদ্বেষী মন্তব্যের তীব্র নিন্দা করছি। কোন সাহসে তিনি ওই কথা বলেন! আমার মনে হয়, এ ধরনের নেতাদের তৈরি করছেন মোদিই। কী করে ওনার মন্ত্রীরা এমন মন্তব্য করেন!’ উল্লেখ্য, এর আগেও এ ধরনের মন্তব্য করেছেন গিরিরাজ। সমালোচিতও হয়েছেন তিনি। গত লোকসভা ভোটের সময় ঝাড়খন্ডে ভোট প্রচারে তিনি বলেছিলেন, ‘মোদির বিরোধিতা করছেন যারা, ভোটের পর তাদের পাকিস্তান চলে যেতে হবে।’
No comments