সিরীয় বংশোদ্ভূত লন্ডনে সাবেক ইমাম গুলিতে নিহত
ইংল্যান্ডের
রাজধানী লন্ডনের পশ্চিমাঞ্চলের ওয়েম্বলি এলাকা থেকে এক সিরীয় নাগরিকের
মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওয়েম্বলির এক সড়কে নিজ গাড়িতে বসা অবস্থায় তার
মৃতদেহ পাওয়া যায়। পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, নিহতের নাম আবদুল
হাদি আরওয়ানি। গত মঙ্গলবার বুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় তাকে।
ঘটনাস্থলেই বিশেষজ্ঞরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি পশ্চিম লন্ডনের একটি
মসজিদে ইমামের দায়িত্ব পালন করতেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএনএস।
সিরিয়ায় জন্মগ্রহণকারী আরওয়ানি পশ্চিম লন্ডনের অ্যাক্টন এলাকার আন-নূর
মসজিদের সাবেক ইমাম ছিলেন বলে জানিয়েছে পুলিশ। স্পষ্টবাদী স্বভাবের জন্য
পরিচিত ছিলেন তিনি। আরওয়ানি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী
ছিলেন এবং এ ব্যাপারে বিভিন্ন সময় তিনি বক্তব্যও রেখেছেন। সম্প্রতি তিনি
মৃত্যুর হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন। ইসলামী শরীয়াহ মতে বিয়ে ও তালাক
বিষয়ে দায়িত্বরত কর্তৃপক্ষের একজন হিসেবে বিবেচনা করা হতো তাকে। অধিকাংশ
সময় কাজী হিসেবে লন্ডনেই তিনি পেশাগত দায়িত্ব পালন করতেন। হত্যার ঘটনায়
তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে
জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে বিস্তারিত আর কোন তথ্য জানা যায়নি।
No comments