মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে ইয়েমেন: নিহত ৫৬০, আহত ১,৭৬৮
ইয়েমেনে
মানবাধিকার পরিস্থিতি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে উপনীত। এমন আশঙ্কার মধ্যেই
প্রকাশিত নতুন এক পরিসংখ্যানে ৫৬০ জন নিহত হওয়ার তথ্য দেয়া হয়েছে।
জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংগঠন ইউনিসেফের পর গতকাল বিশ্ব স্বাস্থ্য
সংস্থা (ডব্লিউএইচও) সর্বশেষ পরিসংখ্যানে জানিয়েছে, দেশটিতে গত ৩ সপ্তাহে
১,৭৬৮ বেশি মানুষ আহত ও লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হতাহতদের
অধিকাংশই বেসামরিক মানুষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এর আগে
ইউনিসেফের পরিসংখ্যানে বলা হয়েছিল, নিহতদের মধ্যে ৭৪টি শিশু রয়েছে। আহত
হয়েছে আরও ৪৪ শিশু। ইয়েমেনে হুদি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের
নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনীর বিমান হামলা শুরুর পর গত ১৩ দিনে
মানবিক বিপর্যয় গুরুতর অবস্থায় পৌঁছেছে। এদিকে প্রথম মানবিক সহায়তার
পদক্ষেপ হিসেবে রেড ক্রসের ত্রাণবাহী একটি কার্গো বিমান আজ ইয়েমেনে
পৌঁছানোর কথা রয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির জেনেভাভিত্তিক এক
মুখপাত্র সিতারা জাবিন বলেন, একটি কার্গো বিমান ১৭ টন চিকিৎসা সরঞ্জাম
নিয়ে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থান করছে। বিমানটি আন্তর্জাতিক জোটের
সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছে। অনুমতি পেলে, আজই কার্গো বিমানটির ইয়েমেনের
রাজধানী সানায় অবতরণের করবে। কিছুদিনের মধ্যেই আরও ৩৫ টন ত্রাণ সামগ্রী
পাঠানো হবে ইয়েমেনে। প্রস্তুতি সম্পন্ন হলেও, অনুমতি সাপেক্ষেই তা পাঠানো
হবে। সিতারা জাবিন বলেন, চিকিৎসা সরঞ্জামগুলো ইয়েমেনে না পৌঁছালে, বহু
মানুষ মৃত্যুবরণ করবে বলে শঙ্কায় আছি আমরা। বিশেষজ্ঞ সার্জনদের একটি দলও
ইয়েমেনের অ্যাডেনে যাওয়ার জন্য রয়েছেন অনুমতির অপেক্ষায়। গত সোমবারও ভয়াবহ
লড়াইয়ের ঘটনায় অ্যাডেন পরিণত হয়েছিল মৃত্যুপুরিতে। রাস্তাঘাটে ছড়িয়ে-ছিটিয়ে
পড়েছিল বহু লাশ।
No comments