বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নেয়ার এখনই সময়
প্রধানমন্ত্রী
শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবশ্যই নিজেদের
মতপার্থক্যগুলো দূরে সরাতে হবে। গতকাল গালফ নিউজের এক সম্পাদকীয়তে এ কথা
বলা হয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশের বিরোধী নেত্রী খালেদা জিয়াকে দেশটির
একটি দুর্নীতি-বিরোধী আদালত জামিন দিয়েছে। তাকে জামিন দেয়ার সিদ্ধান্ত তার
ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যকার উত্তেজনা কিছুটা প্রশমিত
করতে পারে। দেশের স্বার্থে দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে নিজেদের শত্রুতা
অবশ্যই দূরে রাখতে হবে দু’ নেত্রীকে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত
প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। তার বিরুদ্ধে চ্যারিটেবল ফান্ড সংক্রান্ত
দু’টি দুর্নীতি মামলা রয়েছে। সহিংসতা উস্কে দেয়া ও অর্থ আত্মসাতের অভিযোগ
রয়েছে তার বিরুদ্ধে। খালেদার মামলা দুটোকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’
অভিযোগ বলেই প্রচার করে তার সমর্থকরা। অপরদিকে সরকার অবধারিতভাবেই বিশ্বাস
করে অন্য কিছু। তবে এ নিয়ে সন্দেহ নেই যে, বাংলাদেশ রাজনৈতিক ও অভ্যন্তরীণ
অস্থিতিশীলতার এক অতল গহ্বরে ঘুরপাক খাচ্ছে। দেশটির অর্থনীতির ধ্বংস
অনুমান করা যাচ্ছে। আন্তর্জাতিক সমপ্রদায়ের জন্য এখনই পদক্ষেপ নেয়ার সময়।
বিবদমান দুই নেত্রীকে নিজেদের মতপার্থক্য দূরে সরিয়ে অর্থপূর্ণ সংলাপের
জন্য আহ্বান জানানো উচিত।
No comments