বিমানকে কাছে পেতে চায় সিলেটের যাত্রীরা by ওয়েছ খছরু
২০১২
সালের শেষ দিকে সিলেট-ঢাকা রুটে আকস্মিক ফ্লাইট বন্ধ করে দিয়েছিল বিমান।
এতে করে অভ্যন্তরীণ যাত্রীরা পড়েন বিপাকে। তখন থেকে অনেকটা বাধ্য হয়েই সড়ক
পথে যাতায়াত করেন যাত্রীরা। যদিও বেসরকারি কোম্পানির উড়োজাহাজের তিনটি
ফ্লাইট চালু ছিল সিলেট-ঢাকা রুটে। এরপরও কানেকটিং ফ্লাইট সুবিধা না থাকায়
যাত্রীদের অনেকেই বাধ্য হয়ে সড়ক পথে ঢাকা যেতেন। এরপর শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দর হয়ে বিমানে চড়েই বহির্বিশ্বে যাতায়াত করতেন। সমপ্রতি সিলেট
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রিফুয়েলিং সিস্টেম চালু হওয়ার পর যখন
বিদেশী কোম্পানির উড়োজাহাজ ওসমানী বিমানবন্দরে আসার আগ্রহ দেখাচ্ছে তখন
বাংলাদেশ বিমান পুনরায় ঢাকা-সিলেট রুটে অভ্যন্তরীণ ফ্লাইট সার্ভিস শুরু
করেছে। আর গতকাল থেকে সেটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সিলেটের
ট্রাভেলস এজেন্সির মালিকরা জানিয়েছেন, বাংলাদেশ বিমান সিলেটের যাত্রীদের
কাছ থেকে সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে। কারণ, বিদেশী কোম্পানির চেয়ে দেশীয়
কোম্পানি বিমানের উড়োজাহাজে ভ্রমণ সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন
সিলেটের যাত্রীরা। আর সিলেট-ঢাকা রুটে কিংবা বর্তমানে যেসব সরাসরি ফ্লাইট
চালু আছে সেগুলো থেকে বিমান সব সময়ই লাভের মুখ দেখেছে। কিন্তু বাংলাদেশ
বিমান সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সিলেটবাসীকে। বারবার প্রতারণা করেছে সিলেটের
যাত্রীদের সঙ্গে। বিমানের বিমাতা সুলভ আচরণের কারণেই সিলেটবাসী এখন বিদেশী
উড়োজাহাজের প্রতি ঝুঁকছে। এখনও বাংলাদেশ বিমান সিলেট থেকে ইউরোপ কিংবা
মধ্যপ্রাচ্যে সরাসরি ফ্লাইট চালু করেনি বিমান। লন্ডন সিলেট থেকে যাওয়ার
ক্ষেত্রে যে ফ্লাইটটি চালু ছিল সেটিও ২০১২ সালে বন্ধ করা দেয়া হয়।
কেবলমাত্র আসার ক্ষেত্রে তারা ফ্লাইট চালু রেখেছে। এ কারণে ওসমানী
আন্তর্জাতিক বিমানবন্দরে রিফুয়েলিং সিস্টেম চালু হওয়ার পর এখানে আসার আগ্রহ
দেখিয়ে অনেক বিদেশী কোম্পানির উড়োজাহাজ। ইতিমধ্যে এ বিমানবন্দরে ১লা
এপ্রিল দুবাই থেকে ‘ফ্লাই দুবাই’ কোম্পানির একটি বিমান এসে পৌঁছেছে। এয়ার
এরাবিয়া নামের আরও একটি কোম্পানির উড়োজাহাজ সরাসরি ওসমানী থেকে ফ্লাইট
অপারেটর করতে যাচ্ছে। এর ফলে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যাত্রীরা ইতিমধ্যে
ঢাকা হয়ে বাংলাদেশ বিমানে যাতায়াতের চেয়ে নিজের শহর সিলেট থেকে
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠেছেন। ক্রয় করেছেন
বিদেশী কোম্পানির উড়োজাহাজের টিকিটও। কিন্তু গ্রাউন্ড সার্ভিস জটিলতায় ১লা
এপ্রিলের পর থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট দুবাইর কোন
উড়োজাহাজ আসেনি। এ নিয়ে ক্ষোভ চলছে সিলেটে। বাংলাদেশ বিমানের কর্মকর্তারা
জানিয়েছেন, ফ্লাই দুবাই ওসমানী বিমানবন্দরে গ্রাউন্ড সার্ভিস পেতে কোন
চুক্তিনামা করেনি। এ কারণে তাদের সেবা দেয়া হচ্ছে না। ওদিকে, ফ্লাই দুবাই
ফ্লাইট বন্ধ করে দেয়ায় এখন মধ্যপ্রাচ্যের যাত্রীরা বেকায়দায় পড়েছেন। তারা
সড়কপথে ঢাকা হয়ে মধ্যপ্রাচ্য যেতে হচ্ছে। এতে বাড়ছে দুর্ভোগও। এ কারণে
গতকাল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ করেছে ফ্লাই দুবাইয়ের
যাত্রীরা। সোমবার দুপুরে আটকা পড়া যাত্রীরা ওসমানী বিমানবন্দরে বিক্ষোভ
করেছেন। তারা ওসমানী বিমাবন্দর থেকে সরাসরি ফ্লাইটে তাদেরকে গন্তব্যে পৌঁছে
দেয়ার দাবি জানিয়েছেন। উদ্বোধনী দিনে ফ্লাই দুবাই কর্তৃপক্ষ জানিয়েছিল,
সপ্তাহে রোব ও বৃহস্পতিবার ছাড়া ওসমানী থেকে তারা ৫ দিন সরাসরি ফ্লাইট
পরিচালনা করবে। ফ্লাই দুবাইর ফ্লাইট চালুর পর গত কয়েকদিনে চলতি মাসের সব
ক’টি ফ্লাইটের আসন বুকিং হয়ে যায়। বিমানবন্দর সূত্র জানিয়েছে, গতকাল
দুবাইগামী যাত্রীরা সকাল ১১টায় ওসমানী বিমানবন্দরে যান। বিমানবন্দরের ভেতরে
ফ্লাই দুবাইর কোন কর্মকর্তাকে না পেয়ে তারা এয়ারলাইন্সটির সিলেটস্থ
কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। কিভাবে সিলেট থেকে যাত্রীরা দুবাই যাবেন এ
ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি কর্মকর্তারা। এরপর যাত্রীরা ওসমানী
বিমানবন্দরে বিক্ষোভ শুরু করেন। তারা বিমানবন্দরের কনকোর্স হলের বাইরে
বিক্ষোভ মিছিল করেন। যাত্রীরা জানিয়েছেন, ফ্লাই দুবাইর ফ্লাইট বাতিল হওয়ায়
তিনি মহাবিপদে পড়েছেন। কারও কারও চাকরিতে যোগদানের সময় পেরিয়ে যাচ্ছে। এ
ব্যাপারে সাংবাদিকদের কোন সদুত্তর দিতে পারেননি ফ্লাই দুবাই সিলেট অফিসের
ম্যানেজার মাসুম মিয়া। তিনি বলেন, যারা টিকিট বাতিল করতে চাইবে তাদের টাকা
ফেরত দেয়া হবে। আর যারা নিজ দায়িত্বে ঢাকা বা চট্টগ্রাম আসতে পারবে তাদেরকে
সেখান থেকে ফ্লাইট দেয়া হবে। ওদিকে, বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে,
এখন থেকে ঢাকা-সিলেট রুটে নিয়মিত তাদের ফ্লাইট যাতায়াত করবে। এতদিন
এয়ারক্রাফট সংকটের কারণে তারা ফ্লাইট অপারেটর স্বাভাবিক রাখতে পারেনি।
সিলেটের শিপার এয়ার এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী খন্দকার শিপার আহমদ
জানিয়েছেন, সিলেটবাসী অভ্যন্তরীণ রুটের চেয়ে আন্তর্জাতিক রুটে বিমানের
সার্ভিস চায়। এ সার্ভিসের জন্য মুখিয়ে ছিলেন সিলেটবাসী। তিনি বলেন, সিলেট
থেকে আন্তর্জাতিক রুটে বিমান সরাসরি ফ্লাইট অপারেটর করলে তখনই সন্তুষ্ট হবে
এখানের মানুষ।
অভ্যন্তরীণ ফ্লাইট উদ্বোধনে এক সঙ্গে চার মন্ত্রী: অনাড়ম্বপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ফের উদ্বোধন করা হলো বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট। গতকাল বিকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফ্লাইটের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী ও অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বিমান বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে। বিমানের বহরে নতুন নতুন উড়োজাহাজ যুক্ত হচ্ছে। এর মধ্য দিয়ে ভাল সেবা পাওয়া যাবে। ওসমানী বিমানবন্দর এখন সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দর মন্তব্য করে মন্ত্রী বলেন, ফ্লাই দুবাই এয়ারলাইন্স নিয়ে অভিযোগ এসেছে। এটি খতিয়ে দেখা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, সারা দেশে বিমানের ৭টি অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে। খুব শিগগিরই সিলেট-লন্ডন কার্গো সার্ভিস চালু হবে। তিনি বলেন, ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। এজন্য জাতীয় পর্যায়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। সারা দেশে ১০ লাখ পর্যটক টানার টার্গেট সরকারের রয়েছে। এক্ষেত্রে সিলেট সহায়তা করবে। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জাতীয় সংসদের প্যানেল স্পিকার মাহমুদ-উস-সামাদ চৌধুরী ও বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি প্রমুখ। বিমানের গ্রাউন্ড সার্ভিস কর্মকর্তা আজিজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক সোয়েব আহমদ নিজাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রকিন উদ্দিন, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার নূরে আলম মিনা, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। এদিকে বিকাল ৩টা ৫৭ মিনিটে ডি-৮ বিজি-৪০৩ ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি বেলা দেড়টার দিকে সিলেটে পৌঁছার কথা থাকলেও বিলম্বে এসে অবতরণ করে। অতিথিরা কেক কেটে ও ফিতা কেটে অভ্যন্তরীণ ফ্লাইটের উদ্বোধন করেন।
অভ্যন্তরীণ ফ্লাইট উদ্বোধনে এক সঙ্গে চার মন্ত্রী: অনাড়ম্বপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ফের উদ্বোধন করা হলো বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট। গতকাল বিকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফ্লাইটের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী ও অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বিমান বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে। বিমানের বহরে নতুন নতুন উড়োজাহাজ যুক্ত হচ্ছে। এর মধ্য দিয়ে ভাল সেবা পাওয়া যাবে। ওসমানী বিমানবন্দর এখন সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দর মন্তব্য করে মন্ত্রী বলেন, ফ্লাই দুবাই এয়ারলাইন্স নিয়ে অভিযোগ এসেছে। এটি খতিয়ে দেখা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, সারা দেশে বিমানের ৭টি অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে। খুব শিগগিরই সিলেট-লন্ডন কার্গো সার্ভিস চালু হবে। তিনি বলেন, ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। এজন্য জাতীয় পর্যায়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। সারা দেশে ১০ লাখ পর্যটক টানার টার্গেট সরকারের রয়েছে। এক্ষেত্রে সিলেট সহায়তা করবে। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জাতীয় সংসদের প্যানেল স্পিকার মাহমুদ-উস-সামাদ চৌধুরী ও বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি প্রমুখ। বিমানের গ্রাউন্ড সার্ভিস কর্মকর্তা আজিজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক সোয়েব আহমদ নিজাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রকিন উদ্দিন, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার নূরে আলম মিনা, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। এদিকে বিকাল ৩টা ৫৭ মিনিটে ডি-৮ বিজি-৪০৩ ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি বেলা দেড়টার দিকে সিলেটে পৌঁছার কথা থাকলেও বিলম্বে এসে অবতরণ করে। অতিথিরা কেক কেটে ও ফিতা কেটে অভ্যন্তরীণ ফ্লাইটের উদ্বোধন করেন।
No comments