১৭ বছর পরে মায়ের কোলে ফেরা
১৭
বছর আগে মায়ের কোল থেকে চুরি করা হয়েছিল জিফানি নার্সকে। তন্নতন্ন করে
খুঁজে কোথাও হদিস পাওয়া যায়নি তার। ঘটনাচক্রেই ছোট বোনের সূত্র ধরে সেই
জিফানিকে খুঁজে পেল তার পরিবার। কেপটাউনের একটি হাসপাতালে ১৯৯৭ সালে
জন্ম হয়েছিল জিফানির। জন্মের তিন দিনের মাথায় ঘুমন্ত মায়ের কোল থেকে তাকে
চুরি করা হয়। সেই থেকেই তার অপেক্ষায় ছিল বাবা-মা। ঘটনাচক্রে কেপটাউনের
একটি স্কুলে জিফানি ও তার আপন ছোট বোন ক্যাসিডি নার্স পড়ত। স্কুলের অনেকেরই
তাদের দু’জনের বিভিন্ন দিকে মিল থাকার বিষয়টি নজরে আসে। বিষয়টি ক্যাসিডি
তার মা-বাবাকে জানায়। এর মধ্যে একদিন জিফানিকে চা খাওয়ার আমন্ত্রণ জানায়
ক্যাসিডি। আমন্ত্রণ গ্রহণ করে সে। ওইদিনই জিফানির ব্যবহৃত জিনিসপত্র থেকে
ডিএনএ পরীক্ষা করতে দেয় নার্স পরিবার। পরে পুলিশ জানায়, জিফানির ডিএনএ-এর
সঙ্গে নার্স পরিবারের ডিএনএ-এর মিল রয়েছে। এ ঘটনার পর জিফানিকে চুরির
সঙ্গে জড়িত এক নারীকে আটক করে পুলিশ। ওই নারীই জিফানিকে নিজের সন্তানের মতো
করে বড় করেছে। ধারণা করা হচ্ছে ওই নারীর কোনো সন্তান না থাকায় তিনি
জিফানিকে চুরি করেছিলেন। জিফানির আরও তিন ভাইবোন রয়েছে। তারপরও জিফানি
বড় সন্তান হওয়ায় হারিয়ে যাওয়ার পরও বাবা-মা কখনোই তাকে ভুলতে পারেনি। প্রতি
বছরই তারা জিফানির জন্মদিন পালন করতেন। টেলিগ্রাফ।
No comments