অবরোধ-হরতাল- মৎস্যচাষিদের সংকট দূর করুন
ভাতে-মাছে বাঙালির আমিষের প্রধান উৎস মৎস্যসম্পদের উৎপাদন ব্যবস্থায় গত কয়েক দশকে ব্যাপক পরিবর্তন এসেছে সময়ের প্রয়োজনেই। একসময় নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড়ে প্রাকৃতিকভাবে উৎপাদিত দেশীয় মাছে বাঙালির পাত ভরলেও এখন প্রধান ভরসা দেশের বিভিন্ন খামারে চাষ হওয়া সংকর জাতের মাছ। একদিকে প্রাকৃতিক জলাশয়ের সংকোচন ও সেখানে মাছের উৎপাদন হ্রাস এবং অন্যদিকে জনসংখ্যার চাপে বর্ধিত চাহিদায় বাণিজ্যিক মাছ চাষের বিকল্পও নেই। আমরা দেখছি, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এই খামারিরা কেবল দেশের বাজারে চাহিদা মেটাচ্ছেন না; বিদেশে রফতানিও করছেন। কিন্তু সংসদের বাইরে থাকা বিরোধীদলীয় জোটের টানা অবরোধ ও দফায় দফায় হরতালে তারা প্রথমবারের মতো বড় ধরনের সংকটে পড়েছেন। শুক্রবার সমকালে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনসূত্রে জানা যাচ্ছে, সমৃদ্ধি ও স্বপ্নের মৎস্য খামার কীভাবে শাঁখের করাতে পরিণত হয়েছে। দেখা যাচ্ছে, মাছ বেচলেও লোকসান, আবার পুকুরে রেখে দিলেও লোকসান। কারণ পরিবহন স্বল্পতা ও চড়া ভাড়ার কারণে রাজধানীসহ বড় বাজারগুলোতে মাছ নেওয়া কঠিন। আবার স্থানীয় বাজারেও মিলছে না উপযুক্ত দাম। বিক্রির উপযোগী হওয়ার পর পুকুরে রাখাও লোকসান। কারণ মাছকে নিয়মিত খাবার দিতে হচ্ছে। ফলে উৎপাদন খরচ বেড়ে যায়। অন্যদিকে পরিবহন সংকটের কারণে মাছের খাবারও কিনতে হচ্ছে বাড়তি দাম দিয়ে। লোকসানের বোঝা কমাতে বাধ্য হয়েই পানির দামে মাছ বিক্রি করছেন খামারিরা। এই পরিস্থিতিতে হিমাগারে মাছ রেখে দেওয়া একটি সমাধান হতে পারত। কিন্তু সব এলাকায় যেমন পর্যাপ্ত হিমাগার নেই, তেমনই রয়েছে হিমাগারের সামর্থ্য সংকট। সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মাছচাষিরা। আমরা মনে করি, এই পরিস্থিতিতে সরকারকেই এগিয়ে আসতে হবে। যাতে করে খামারিরা ন্যায্য ভাড়ায় ও নির্বিঘ্নে বাজারে মাছ পেঁৗছাতে পারেন, তার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে সরকারি পরিবহন সংস্থার ট্রাক, লরি বা বিশেষ ট্রেন ব্যবহার করা যেতে পারে। ইতিমধ্যে লোকসানে পড়া মাছচাষিদের প্রণোদনার কথাও ভাবতে হবে। হরতাল-অবরোধ ডাকা রাজনৈতিক দলগুলোও বিপুল জনগোষ্ঠীর জীবিকা ও চাহিদার কথা ভেবে মাছ পরিবহন তাদের কর্মসূচির আওতামুক্ত রাখতে পারে। এভাবে মাছচাষিরা যদি লোকসানের মুখে পড়েন এবং পরবর্তী সময় মাছ চাষে অনীহা দেখান, তাহলে জাতীয়ভাবেই আমিষ সরবরাহে ভারসাম্যহীনতা তৈরি হবে, মনে রাখা জরুরি। সেই পরিস্থিতি কারও জন্যই ইতিবাচক হতে পারে না।
No comments