অলৌকিক শিশু
একেই বলে ভাগ্য। হায়াত থাকলে বুঝি মানুষ এভাবেই বেঁচে যায়। যমদূত যতই চেষ্টা করুক না কেন, প্রাণ নিতে পারে না। যুক্তরাষ্ট্রের একটি শিশুর সঙ্গে এমন ঘটনাই ঘটেছে। অলৌকিকভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে সে। উটাহ অঙ্গরাজ্যে একটি গাড়ি বেশ উঁচু থেকে নদীতে পড়ে যাওয়ার ১৪ ঘণ্টা পর সেই গাড়ি থেকে এক শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।
অবশ্য এ ঘটনায় ওই শিশুর মা স্প্রিংভিলের বাসিন্দা লিন গ্রোয়েসবেক বাঁচতে পারেননি। পুলিশ জানায়, ১৮ মাস বয়সী ওই শিশু নিয়ে শুক্রবার বিকালে ঘুরতে বের হয়েছিলেন মা লিন গ্রোয়েসবেক। গাড়িটি স্প্যানিশ ফর্ক রিভার ব্রিজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। শনিবার দুপুরে একজন জেলে নদীতে পড়ে যাওয়া গাড়ির মধ্যে ওই শিশুটিকে জীবিত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারের সময় শিশুটি পানিতে অর্ধেক ডুবে যাওয়া গাড়ির সিটের সামনের দিকে ঝুঁকে ছিল। এএফপি।
No comments