‘গায়ের জোরে সমস্যার সমাধান করা যায় না’ -মান্না
নাগরিক
ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দিন দিন দেশের পরিস্থিতি
আরও খারাপের দিকে যাচ্ছে। আরও একমাস ধরে এ অবস্থা চললে আর্থিক ক্ষতির
পরিমান বাজেটের সমান হবে। আমরা সহিংসতা, নাশকতার বিরোধিতা করি। আমরা শান্তি
চাই, গণতন্ত্র চাই। এজন্য সংলাপের বিকল্প নেই। গণতান্ত্রিক অধিকার হরণকে
বর্তমান সঙ্কটের মূল কারণ হিসাবে উল্লেখ করে তিনি বলেন, সভা-সমাবেশ করার
অনুমতি দিলে সমস্যা এতদূর আসত না। এখন যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে
তাদের পুলিশ সমাবেশ করার অনুমতি দেয়নি। সরকার যখন গণতান্ত্রিক অধিকার হরণ
করে তখনই তারা বিরোধী পক্ষকে জঙ্গি আখ্যা দিয়ে দমন করার চেষ্টা করে। মান্না
আরও বলেন, রাজনৈতিক সমস্যা গায়ের জোরে সমাধান করা যায় না। অহংকার করে, জেদ
করে সমস্যার সমাধান করা যায় না। সরকারের দায়িত্ব সহিংসতা ও সন্ত্রাসের
সঙ্গে জড়িতদের খুঁজে বের করা। এজন্য জনগণকেও ঐক্যবদ্ধ হতে হবে। এর জন্য
গণতান্ত্রিক পরিবেশও থাকতে হবে। বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে সংলাপ ও
সমঝোতার দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গণফোরাম
সভাপতি ড. কামাল হোসেন, জাসদ (জেএসডি) সভাপতি আসম আবদুর রব, ডাকসুর সাবেক
ভিপি সুলতান মুহাম্মদ মনসুর আহমেদ, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ বক্তব্য রাখেন।
No comments