জিয়ার প্রকৃত হত্যাকারী কে?
প্রেসিডেন্ট
জিয়াউর রহমান হত্যার বিচার পুনরায় শুরু করার জন্য বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ। রোববার সকালে
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আহ্বান
জানান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, আপনি
জিয়াউর রহমানকে হত্যার বিষয়ে আমার জড়িতের কথা বলেছেন। কিন্তু আমি বলতে চাই
আপনারা তিনবার ক্ষমতায় ছিলেন। কেন জিয়া হত্যার বিচার করতে পারেননি? এরশাদ
বলেন, একবার বিচার শুরু হলেও তা কেউ প্রমাণ করতে পারেনি। প্রয়োজন হলে
আবারও বিচার শুরু করুন। আমরাও জানতে চাই- জিয়ার প্রকৃত হত্যাকারী কে? তিনি
বলেন, দেশে এখন সন্ত্রাস, চাঁদাবাজি চলছে। এভাবে চলতে পারে না। তবে জাতীয়
পার্টি ক্ষমতায় আসলে আমরা এসবের বিচার করব। আমরা ক্ষমতায় এলে দেশে শান্তি
ফিরে আসবে।
তিনি আরও বলেন, পাকিস্তানি বাহিনী আমাদের দেশকে মেধাশূন্য করতে গুম-খুন-হত্যা করেছিল। বর্তমান আমাদের সরকার, এখনও সেই কালচার চলছে। এ সময় এরশাদ গত নয় মাসে ৮২ জন গুম-খুনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। এরশাদ বলেন, আমরা এই সংস্কৃতি চাই না। গুম-খুন থেকে আমরা মুক্তি চাই। আমরা শাস্তিতে থাকতে চাই। দেশে এভাবে গুম-খুনের রাজনীতি চলতে পারে না। এসময় এরশাদের সঙ্গে দলের মহাসচিব জিয়া উদ্দিন বাবলুসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, পাকিস্তানি বাহিনী আমাদের দেশকে মেধাশূন্য করতে গুম-খুন-হত্যা করেছিল। বর্তমান আমাদের সরকার, এখনও সেই কালচার চলছে। এ সময় এরশাদ গত নয় মাসে ৮২ জন গুম-খুনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। এরশাদ বলেন, আমরা এই সংস্কৃতি চাই না। গুম-খুন থেকে আমরা মুক্তি চাই। আমরা শাস্তিতে থাকতে চাই। দেশে এভাবে গুম-খুনের রাজনীতি চলতে পারে না। এসময় এরশাদের সঙ্গে দলের মহাসচিব জিয়া উদ্দিন বাবলুসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
No comments