ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে নায়িকার মামলা
জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন একজন অভিনেত্রী। তার নাম নাজনীন আক্তার হ্যাপী। গতকাল সন্ধ্যায় রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় রুবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ করেন ওই অভিনেত্রী। পুলিশ জানায়, চিত্রনায়িকা হ্যাপী তার অভিযোগে বলেছেন, প্রায় ১০ মাস আগে ক্রিকেটার রুবেলের সঙ্গে তার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এরপর ধীরে ধীরে ফেসবুকের বাইরে মোবাইল ফোনে কথা বলতে শুরু করেন। দু’জনে জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে। এক পর্যায়ে রুবেল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মিরপুর কমার্স কলেজের সামনের একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে তারা বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। হ্যাপী তার অভিযোগে বলেন, গত পহেলা ডিসেম্বর থেকে রুবেল তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এ সময় তিনি খোঁজ নিয়ে জানতে পারেন রুবেল অন্য একটি মেয়ের সঙ্গে প্রেম করছেন। পরে তিনি বাধ্য হয়ে মামলা দায়ের করেন। মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মইনুল ইসলাম বলেন, ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে মামলা (নং ৩৭) দায়ের হয়েছে। রোববার মেয়েটির মেডিক্যাল পরীক্ষা করা হবে। তাকে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন সুজনের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। ক্রিকেট অপারেশনস্ কমিটির প্রধান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, আমি এ বিষয়ে এখনও কিছু জানি না। আমাকে কেউ জানায়নি। বিষয়টি জানার পর আমি মন্তব্য করতে পারবো। যদি সত্যিই এরকম কিছু হয়ে থাকে তবে তা দুঃখজনক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই চিত্রনায়িকা হ্যাপী মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে থাকেন। চলতি বছর তিনি এইচএসসি পাস করেন। মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে চিত্রজগতে পা রাখেন তিনি। গত বছরের ২০শে সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়। হ্যাপী অভিনীত আরও কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া, তিনি কয়েকটি বিজ্ঞাপনচিত্রেরও মডেলিং করেছেন। তার পিতা একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই চিত্রনায়িকা হ্যাপী মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে থাকেন। চলতি বছর তিনি এইচএসসি পাস করেন। মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে চিত্রজগতে পা রাখেন তিনি। গত বছরের ২০শে সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়। হ্যাপী অভিনীত আরও কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া, তিনি কয়েকটি বিজ্ঞাপনচিত্রেরও মডেলিং করেছেন। তার পিতা একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।
No comments