ভারতীয় জেলেদের ছাড়িয়ে নিতে নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা
বাংলাদেশ থেকে ২৪ জেলেকে ছাড়িয়ে নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অনুরোধ করেছে তামিলনাড়ু রাজ্য সরকার। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়েছে, গত ১৭ই নভেম্বর কলকাতার বেত্তুয়াগাড় থেকে তিনটি বোটে করে ২৪ জেলে গভীর সমুদ্রে যান মাছ ধরতে। গত ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক নৌ-সীমানা অতিক্রম করার অভিযোগে তাদেরকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। এসব জেলেকে ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার অনুরোধ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও. পানিরসেলভাম। তিনি এ বিষয়ে একটি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। তাতে তিনি জেলেদের নির্দোষ দাবি করেছেন। বলেছেন, পরিবারের রুটি-রুজির একমাত্র ভরসা ওইসব জেলে। তাদেরকে আটক করায় মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছে পরিবারের এসব সদস্য। তাই পানিরসেলভাম প্রধানমন্ত্রী মোদিকে অনুরোধ করেছেন, তিনি যেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন এ বিষয়ে কূটনৈতিক পদক্ষেপ নিতে ঢাকায় ভারতীয় হাইকমিশনকে।
No comments